দেশে প্রায় ১২ লাখ মোবাইল গ্রাহক বেড়েছে

দেশে বর্তমানে মোট মোবাইল গ্রাহক রয়েছে প্রায় ১৭ কোটি ৫২ লাখ ৭০ হাজার। চলতি বছরের এপ্রিল মাসের তুলনায় মে মাসে দেশে মোবাইল গ্রাহক বেড়েছে  প্রায় ১১ লাখ ৭০ হাজার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এ তথ্য প্রকাশ করেছে। বিটিআরসির দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে মোবাইল অপারেটর গ্রামীণফোনের রয়েছে ৮ কোটি ১৫ লাখ ৪০ হাজার, রবির ৫ কোটি ১৫ লাখ ৮০ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৬৩ লাখ ৩০ হাজার এবং টেলিটকের ৫৮ লাখ ২০ হাজার গ্রাহক। নিয়ন্ত্রক সংস্থার দেওয়া তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এপ্রিল মাসের তুলনায় মে মাসে গ্রামীণফোনের গ্রাহক বেড়েছে ১০ লাখ ৩০ হাজার, বাংলালিংকের এক লাখ ৪০ হাজার এবং টেলিটকের ৭০ হাজার। গ্রাহক কমেছে শুধু রবির। প্রতিষ্ঠানটি এক মাসে প্রায় ৭০ হাজার গ্রাহক হারিয়েছে। বিটিআরসি জানিয়েছে, মে মাস শেষে দেশে টেলিডেনসিটির হার ১০৩ দশমিক শূন্য এক শতাংশ।

এদিকে, মার্চ শেষে দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা ছিল ১৭ কোটি ৪৬ লাখে। ফেব্রুয়ারিতে মোবাইল গ্রাহকের সংখ্যা ছিল ১৭ কোটি ৩৩ লাখ।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন