অ্যান্টিট্রাস্ট মামলার ঝুঁকিতে অ্যাপল

ইউরোপের বাজারে অ্যাপল নতুন মামলা ঝুঁকিতে থাকার খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ২০২০ সালের জুন থেকেই ইউরোপিয়ান ইউনিয়নের অ্যান্টিট্র্যাস্ট প্রধান মার্গ্রেথ ভেস্টেগারের নজরদারিতে আছে অ্যাপলসহ বড় প্রতিটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এর আগে অ্যাপল পে নিয়ে তদন্তে নেমেছিলেন ভেস্টেগার।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন