১০৮ মেগাপিক্সেল ক্যামেরার নতুন ফোন রেডমি কে ফিফটি প্রো প্লাস

ফ্ল্যাগশিপ ফিচারের সাথে আসার জন্য চাইনিজ মার্কেটে রেডমি কে সিরিজের প্রিমিয়াম স্মার্টফোনগুলি অত্যন্ত জনপ্রিয়। আবার বিশ্ববাজারেও রেডমি কে সিরিজের রিব্র্যান্ডিং ভার্সন হিসেবে স্মার্টফোন লঞ্চ হয়ে থাকে। পেরিস্কোপ জুম ও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত নতুন ফোন বাজারে আনবে শাওমি ব্র্যান্ড। ফোনের মডেল রেডমি কে ফিফটি প্রো প্লাস। রেডমির এ ফোনটিতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮৯৮ চিপসেট, থাকবে ৫ হাজার এমএএইচ ব্যাটারি।

এছাড়া কার্ভ ডিসপ্লে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার ও পাঞ্চ হোল থাকছে ফোনটিতে। ১০৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা বৈশিষ্ট্যের ফোনটির সবচেয়ে বড় ফিচার হলো এর পেরিস্কোপ টেলিফটো শুটার। গুঞ্জন সত্য হলে রেডমি কে ফিফটি প্রো প্লাস হতে যাচ্ছে পূর্ণাঙ্গ ফ্ল্যাগশিপ ফোন।

ডিসপ্লে

সেই টিপস্টারের মতে, Redmi K50 Pro+ এর স্ক্রিনের মাঝখানে পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে। ডিসপ্লেতে অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর স্ক্রিনের মধ্যে ইন্টিগ্রেট করা থাকবে। এ বছরের K40 Pro+ এর মতো আপকামিং Redmi K50 Pro+ স্মার্টফোন ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।

পারফরম্যান্স

রেডমি কে৫০ প্রো প্লাস কোয়ালকমের পরবর্তী ফ্ল্যাগশিপ প্রসেসর, স্ন্যাপড্রাগন ৮৯৮-এর সাথে আসতে পারে। সে ক্ষেত্রে এই সিরিজের বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ রেডমি কে৫০-তে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর দেওয়া হতে পারে। ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে” আগের রিপোর্টের উপর ভিত্তি করে বলা যায়, রেডমি কে৫০ প্রো প্লাস এর ব্যাটারি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ক্যামেরা

রেডমি কে৫০ প্রো প্লাস ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে। এর প্রাইমারি ক্যামেরা হিসেবে দেওয়া হতে পারে ১০৮ মেগাপিক্সেলের সেন্সর। এছাড়া একটি পেরিস্কোপ জুম লেন্স থাকতে পারে বলেও শোনা যাচ্ছে।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন