রিয়েলমি ৮ বনাম রিয়েলমি এক্স ৯

দেশের তরুণদের পছন্দের ব্র্যান্ড স্যামসাং সিরিজ ফোনগুলো বেশ জনপ্রিয় । রিয়েলমি ৮ এবং রিয়েলমি এক্স ৯ উভয় ফোনগুলো একটি জনপ্রিয় নাম । মোবাইলগুলো বেশ ফিচার সম্পন্ন এবং মূল্য হাতের নাগালে থাকার কারণে অনেকের সাধ্যের মধ্যে একটি ভালো ফোন ক্রয় করতে সক্ষম হবে।মূল্যে তারতম্য খুব বেশি না থাকলেও এর ফিচার আলাদা দেওয়া হয়েছে।তো চলুন তুলনা করা যাক মোবাইল দুটির মধ্যে ।

ডিসপ্লে এবং বডিঃ

রিয়েলমি ৮ : এতে রয়েছে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা। নেটওয়ার্ক হিসেবে এতে জিএসএম, এইচপি, এবং এল টি ই টেকনোলজি ব্যবহার করা হয়েছে ।এর বডি ডাইমেনশন হচ্ছে ১৬০.৬*৭৩.৯*৮ মিলিমিটার এর।এর পিপিআই ডেনসিটি হলো ৪০৫ । এতে থাকছে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি সুপার এমোলেড ডিসপ্লে। এর এসপেক্ট রেশিও হলো ২০:৯। এর রেজুলেশন হলো ১০৮০*২৪০০ পিক্সেল এর। এই ফোনটির পিপিআই ডেনসিটি হল ৪১১।

রিয়েলমি এক্স ৯: এতে রয়েছে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা। নেটওয়ার্ক হিসেবে এতে জিএসএম, এইচপি, ৫জি এবং এল টি ই টেকনোলজি ব্যবহার করা হয়েছে । এতে থাকছে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি ওলেট ডিসপ্লে। এর এসপেক্ট রেশিও হলো ২০:৯। এর রেজুলেশন হলো ১০৮০*২৪০০ পিক্সেল এর। এই ফোনটির পিপিআই ডেনসিটি হল ৪১১।

হার্ডওয়্যারঃ

রিয়েলমি ৮ : অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১১। চিপসেট হিসেবে এতে থাকছে মিডিয়াটেক হেলিও জি ৯৫ যা ১২ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর। জিপিইউ হিসেবে এতে থাকছে মালী জি ৭৬ এম সি ৪। ফোনটি পাওয়া যাচ্ছে ৪ টি ভেরিয়েন্ট। একটি হল ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এর সাথে ৪ জিবি র‍্যাম এবং আরেকটি হল ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজে সাথে ৪ জিবি র‍্যাম।আরেকটি হল ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এর সাথে ৬ জিবি র‍্যাম এবং আরেকটি হল ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজে সাথে ৮ জিবি র‍্যাম।

রিয়েলমি এক্স ৯: অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১১। চিপসেট হিসেবে এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি একটি অক্টা কোর প্রসেসর । ফোনটি পাওয়া যাচ্ছে ১ টি ভেরিয়েন্ট। একটি হল ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এর সাথে ৬ জিবি র‍্যাম ।

ক্যামেরা সেটাপঃ

রিয়েলমি ৮ : এই ফোনের ব্যাক সাইডে থাকছে ৬৪ মেগা পিক্সেলের মেইন সেনসর ক্যামেরা ।আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ১৬ মেগাপিক্সেল এর একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

রিয়েলমি এক্স ৯: এই ফোনের ব্যাক সাইডে থাকছে ৬৪ মেগা পিক্সেলের মেইন সেনসর ক্যামেরা ।আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ৩২ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল এর একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ।

দামঃ

রিয়েলমি ৮ :এই ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় ২২৯৯০ টাকা।

রিয়েলমি এক্স ৯: বাংলাদেশের বাজারে ফোনটির দাম হচ্ছে ২২৫০০ টাকা।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন