ইনফিনিক্স এবং স্যামসাং উভয় মোবাইল বর্তমান সময়ের আলোচিত মোবাইল। তাদের দুটি মোবাইল ইনফিনিক্স জিরো এক্স নিও এবং স্যামসাং গ্যালাক্সি এ ৫১ মোবাইল দুটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। ফোন দুটির মাঝে মূল্যের কিছুটা তারতম্য রয়েছে তবে ফিচারে কোনটিই কারো থেকে কম নয়। আলাদা আলাদা ফিচারে সাজানো হয়েছে ফোন দুটি। একেকটি ফোনে একেক রকম সুযোগ সুবিধা বেশি পাওয়া যাবে। চলুন তুলনা করা যাক মোবাইল ২ টির মধ্যে।
ইনফিনিক্স জিরো এক্স নিওঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.৭৮ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪৬০ পিক্সেল। উক্ত ফোনটিতে পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৩৯৬। এছাড়া এই ফোনটির সাথে দেওয়া হয়েছে ৯০ হার্জ এর ডিসপ্লে রিফ্রেশ রেট। স্যামসাং গ্যালাক্সি এ ৫১ঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চি বিশিষ্ট সুপার অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪০০ পিক্সেল। উক্ত ফোনটির পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৪০৫।
ইনফিনিক্স জিরো এক্স নিওঃ এই মোবাইলটির আয়তন হবে ১৬৮.৪X৭৬.৫X৮.৮ মিলিমিটার। স্যামসাং গ্যালাক্সি এ ৫১ঃ উক্ত মোবাইলটির আয়তন হবে ১৫৮.৫X৬৩.৬X৭.৯ মিলিমিটার এবং এর ওজন হবে মাত্র ১৭২ গ্রাম।
ইনফিনিক্স জিরো এক্স নিওঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি ৯৫ অক্টাকোর প্রসেসর। জি পি ইউ হবে মালি- জি ৭৬ এম সি ৪। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ফোন স্টোরেজ। এখানে আরো দেওয়া হয়েছে ৫,০০০ এম এ এইচ এর ব্যাটারি, ১৮ ওয়াট এর ফাস্ট চার্জ, ওয়াই ফাই ৬, ব্লুটুথ সহ নানাবিধ সুবিধা। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১১ দেওয়া হয়েছে এই ফোনটিতে।
স্যামসাং গ্যালাক্সি এ ৫১ঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে এক্সিনস ৯৬১১ অক্টাকোর প্রসেসর। জি পি ইউ হবে মালি- জি ৭২। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ফোন স্টোরেজ। এখানে আরো দেওয়া হয়েছে ৪,০০০ এম এ এইচ এর ব্যাটারি, ১৫ ওয়াটের ফাস্ট চার্জ, রিভার্স চার্জ, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.০ এর সুবিধা। হাইব্রিড ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১০ দেওয়া হয়েছে এই ফোনটিতে।
ইনফিনিক্স জিরো এক্স নিওঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড, ৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ও অপরটি হবে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। এখানে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সলের। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে। প্রত্যেক ক্যামেরাতেই দেওয়া হয়েছে এইচ ডি আর, প্যানোরামা, পোরট্রেইট মোড, এ আই ক্যামেরা, টাইমলেপস এবং বিউটি মোড এর সুবিধা।
স্যামসাং গ্যালাক্সি এ ৫১ঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটাপ যার ক্যামেরাগুলো হবে যথাক্রমে ৪৮+১২+৫+৫ মেগাপিক্সলের সেন্সর। সাথে দেওয়া হয়েছে এল ই ডি ফ্ল্যাশ। এখানে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের। প্রত্যেক ক্যামেরাতেই দেওয়া হয়েছে প্যানোরামা, এইচ ডি আর এর সুবিধা। উভয় ক্যামেরাতে ১০৮০ পি ৩০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে।
ইনফিনিক্স জিরো এক্স নিওঃ এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪,০২১ টাকা। স্যামসাং গ্যালাক্সি এ ৫১ঃ এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬,৩০৯ টাকা।