কপিরাইট ফ্রি ছবি পাবার উপায়

আমরা অনেকেই নিশ্চয়ই কপিরাইট এর নাম শুনেছি। কিন্তু আসলে এর অর্থ কী? কপিরাইট এর বাংলা অর্থ মেধাস্বত্ব। কপিরাইট হলো একটি আইনি অধিকার যা কোন সৃজনশীল কর্মের মূল মালিকের স্বত্ব বা অধিকার সংরক্ষণ করে। কপিরাইটের আন্তর্জাতিক প্রতীক হিসেবে © ব্যবহার করা হয়। কপিরাইট সৃজনশীল কাজগুলিকে রক্ষা করে। কপিরাইট যুক্ত সকল সৃজনশীল কর্ম প্রকৃত মালিকের অনুমতি ছাড়া ব্যক্তিগত অথবা ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য অনুলিপি করা, পুনরুৎপাদন করা, রুপান্তর করা বা অভিযোজন করা যায় না। যদি অনুমতি ছাড়া এসব করা হয় তাহলে কপিরাইট আইন লঙ্ঘন হয়। আর আইন লঙ্ঘন হলে কপিরাইট মামলায় পড়তে হয়।

Intellectual property

মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য ছবি অনেক গুরুত্বপূর্ণ। অনলাইনে ছবি ডাউনলোড করার অনেক ওয়েবসাইট পাওয়া যায়। কিন্তু কপিরাইটের জন্য সব ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করে ব্যবহার করা যায় না। কিছু ওয়েবসাইট ছবি ডাউনলোড করে ব্যবহার করার জন্য সাবস্ক্রিপশন সেবা দিয়ে থাকে। অনেক অর্থ ব্যয় করে সাবস্ক্রিপশন সেবা ক্রয় করে তাদের ছবিগুলো ব্যক্তিগত বা ব্যবসায়িক কাজে ব্যবহার করা যায়।

এমন দুটি ওয়েবসাইট হল আইস্টক এবং শাটারস্টক। এই ধরণের ওয়েবসাইট ছাড়াও, অনলাইনে আরো অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ছবি ডাউনলোড করে ব্যবহার করা যায়। ক্রিয়েটিভ কমন্স নামে কপিরাইটের একটি বিশেষ লাইসেন্স এই সব ওয়েবসাইটে ব্যবহার করা হয়। যার ফলে এই সব ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করে ব্যক্তিগত বা ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য অনুলিপি করা, পুনরুৎপাদন করা, রুপান্তর করা বা অভিযোজন করা যায়।

Copyright CC

কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করার কিছু ওয়েবসাইট নিচে দেওয়া হলো:

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন