শাওমি ফোনের ডাটা ও ফাইল ব্যাকআপ করার নিয়ম

বিভিন্ন সুযোগ সুবিধা সম্বলিত ও ক্যামেরা ফোন হিসেবে শাওমি মোবাইল জগতে বেশ ভালো একটা জায়গা দখল করে রেখেছে। শাওমি একইসাথে ফোনের ক্লাউড একাউন্টের মাধ্যমে খুব সহজেই ব্যবহারকারিদের বিভিন্ন তথ্য ব্যাকাপ নেয়ার সুযোগ প্রদান করছে। চলুন দেখে নিই কিভাবে সেই ফিচারগুলো আমরা ব্যবহার করতে পারি।

শাওমি ফোন এর সব তথ্য ব্যাকাপ নেওয়ার উপায়ঃ
– ফোনের সেটিংস এ প্রবেশ করুন
– About Phone এ ট্যাপ করুন
– Back up and restore সিলেক্ট করুন
– সেখানে ব্যাকআপ এবং রিস্টোর করার বিভিন্ন অপশন পাবেন
– আপনি চাইলে ফোনের মধ্যে ব্যাকআপ ফাইল রাখতে পারেন অথবা শাওমি ক্লাউডেও রাখতে পারেন
– আপনার পছন্দ অনুযায়ী ব্যাকআপ রাখার কনফিগারেশন বাছাই করুন।

এভাবে খুব সহজেই আপনি আপনার তথ্যগুলো নিরাপদে সংরক্ষন করতে পারেন।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন