এন্ড্রয়েড গেমস খেলা যাবে উইন্ডোজ পিসিতে

গুগল ব্যবহারকারী ও গেইমাররা নতুন নতুন সুবিধা পেতে যাচ্ছে ২০২২ সালের যেকোনো সময়ে। এই নতুন সুবিধার একটি হলো উইন্ডোজ পিসিতেই এন্ড্রয়েড গেইমস খেলার সুযোগ। একটি স্বতন্ত্র এপ্লিকেশনের মাধ্যমে এই প্লে গেইমস প্ল্যাটফর্মটিকে উইন্ডোজে চালু করতে যাচ্ছে গুগল।

গুগল প্লে গেইমসের প্রোডাক্ট ডিরেক্টর গ্রেগ হার্টনেল এই বছরে গেইমারদের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  এ ঘোষণা দেন। এন্ড্রয়েড অথোরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্পূর্ণ স্বাধীন প্ল্যাটফর্ম হিসেবে প্লে গেইমস আত্মপ্রকাশ করবে। এর আগে অ্যামাজনও তার এপ স্টোরকে উইন্ডোজ ১১ সংস্করণে নিয়ে এসেছে।

যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি গুগল। তবে তারা বলছে, অন্যান্য উইন্ডোজ এপের মতোই গুগল থেকে এই  এপ ডাউনলোড ও ইনস্টল করা যাবে।

প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন-এন্ড্রয়েডের মতোই গুগল একাউন্টে লগইন করে এর সুবিধা পাওয়া যাবে। গেমাররা তাদের ট্যাবলেট, ক্রোমবুক ও ডেস্কটপে খুব সহজেই গেইমগুলো ইনস্টল করতে পারবেন। এই এপ্লিকেশনের মাধ্যমে যেখানে গেইম খেলা শেষ হয়েছিল, ফিরে এসে সে জায়গা থেকেই গেইম খেলা শুরু করা যাবে ।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন