দেশের যেসব জায়গায় পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ফাইভ জি

রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর টেলিটক গত  রোববার দেশে পরীক্ষামূলকভাবে ফাইভ জি চালু করেছে । প্রাথমিকভাবে দেশের ছয়টি স্থানে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে ফাইভ জির। ২০২২ সালের মধ্যে  প্রায় ২০০টি স্থানে বাণিজ্যিকভাবে গ্রাহকদের জন্য এই সেবা চালু করা হবে। পর্যায়ক্রমে তা বিস্তৃত করা হবে।

পরীক্ষামূলকভাবে যে ছয় স্থানে ফাইভ জি  চালু করা হয়েছে সেগুলো হলো- ঢাকার বাইরে বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গীপাড়া, ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়, ধানমণ্ডি ৩২, বাংলাদেশ সচিবালয়, সংসদ ভবন এলাকা এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা।

পরবর্তীতে এই ফাইভ জি সেবা ঢাকা শহরের ২০০টি গুরুত্বপূর্ণ এলাকায়  চালু করা হবে বলে জানিয়েছে টেলিটক। আগামী বছর মার্চে বেতার তরঙ্গ বরাদ্দ নিলামে দেওয়ার পর বেসরকারি তিনটি মোবাইল অপারেটর এই সেবা চালু করতে পারে।

এছাড়াও ২০২২ সালের পর টেলিটক ও বিটিসিএল’র মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলো  বিশেষ করে স্পেশাল ইকোনোমিক জোনগুলোতে এই ফাইভ জি সেবা চালু করার প্রস্তুতির কাজ চলছে বলে জানিয়েছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন