এন্ড্রয়েড ফোনের স্টোরেজ খালি করার কয়েকটি উপায়

আমরা সবাই কমবেশি এন্ড্রয়েড ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়ার সমস্যায় পড়ে থাকি। বিশেষ করে ১২৮জিবির এর কম স্টোরেজের এন্ড্রয়েড ফোন হলে তো বেশ ভোগান্তি পোহাতে হয় ফোনের ইন্টারনাল স্টোরেজ নিয়ে। স্টোরেজ দ্রুত ফুল হয়ে যাওয়ার কারণ এপ ও হাই গ্রাফিক্স এর গেইমসমুহ বলা চলে বর্তমানে।

স্টোরেজ কম খালি থাকলে ফোনের সাধারণ পারফরম্যান্স অপেক্ষাকৃত ধীর গতি হয়ে যায়। এছাড়াও এন্ড্রয়েডে “Internal Storage Running Out” এর মত বিরক্তিকর নোটিফিকেশন কারোই পছন্দ হওইয়ার কথা নয়। আসুন জেনে নেওয়া যাক  এন্ড্রয়েড ফোনের স্টোরেজ খালি করার কয়েকটি উপায়ঃ

অনলাইনে ছবি এবং ভিডিও সংরক্ষণ করা
ছবি এবং ভিডিও আমাদের সিস্টেমের সর্বাধিক স্টোরেজ দখল করে থাকে। তাই আপনার পছন্দের ছবি এবং ভিডিওগুলিকে ‘Google Photos’-এর মতো ক্লাউড স্টোরেজ পরিষেবাগুলিতে অনলাইনে সংরক্ষণ করে রাখতে পারেন। প্রতিটি Google একাউন্টে বিনামূল্যের ১৫ জিবি  স্টোরেজ পরিষেবা দেওয়া হয়, যেটিতে ‘Google Photos’-ও আওতাভুক্ত থাকে। সংরক্ষণ প্রক্রিয়া শেষ হলে, আপনার ফোন থেকে সেগুলিকে মুছে ফেলতে পারেন।

অনলাইন স্টোরেজ পরিষেবার সাথে ডিভাইসটি লিঙ্ক করা
বর্তমানে, বেশিরভাগের ক্ষেত্রেই স্মার্টফোনগুলি আমাদের ব্যক্তিগত কম্পিউটার সিস্টেম (PC)-তে পরিণত হয়েছে। আমাদের প্রয়োজনে আমরা ফোনেই অফিসের দরকারী ফাইলসহ নানান গুরুত্বপূর্ণ মিডিয়া  অ্যাক্সেস করে থাকি। কাজেই, এগুলি যাতে ফোনের অতিরিক্ত জায়গা দখল করে না ত্থাকে সেজন্যে- গুগল ক্লাউড (Google Cloud), মাইক্রোসফ্ট ওয়ানড্রাইভ (Microsoft Onedrive) এর মতো ক্লাউড স্টোরেজ পরিষেবাগুলিতে আমাদের  একাউন্টটিকে লিঙ্ক করে রাখতে পারি।

নিয়মিত ডাউনলোড করা মুভি, মিউজিক ইত্যাদি মুছে ফেলা 
নিয়মিত ডাউনলোড করা মুভি, গান এবং অন্যান্য মিডিয়াগুলিকে অবশ্যই ডিভাইস থেকে মুছে ফেলতে হবে। Google Play- থেকে কনটেন্ট মুছতে হলে, প্রথমেই আপনাকে প্লে মিউজিক বা প্লে মুভি ও টিভি সমন্বিত Google Play-এপটি ওপেন করতে  হবে। এরপর, ‘মেনু’তে ট্যাপ করে সেখান থেকে ‘সেটিংস’ এবং তারপরে ‘ম্যানেজ ডাউনলোড’ অপশন টিতে ক্লিক করতে হবে। এরপর ‘ডাউনলোড’ অপশনে ট্যাপ করে সহজেই মিডিয়াগুলি আপনি মুছে ফেলতে পারবেন। এছাড়াও অন্যান্য জায়গা থেকে মিডিয়া সামগ্রীগুলি মুছতে হলে, প্রাথমিকভাবে যে এপটি থেকে সেগুলি ডাউনলোড করেছিলেন, সরাসরি সেটি থেকেই মুছে ফেলতে হবে।

অব্যবহৃত এপগুলি ডিভাইসে না রাখা 
আপনি যে এপগুলি ব্যবহার করেন না, সেগুলি দ্রুত আনইনস্টল (Uninstall) করে ফেলুন। প্রয়োজনে, পরে এপটিকে পুনরায় ডাউনলোড করে নিন। আপনি যদি এপটি অ্যাক্সেসের জন্য একবার টাকা দিয়ে থাকেন, তবে সেক্ষেত্রে নতুন করে ডাউনলোডের সময়ে আপনাকে এটি আর কিনতে হবে না, সে বিষয়ে নিশ্চিত থাকুন।

এপের ক্যাশে এবং ডেটা নিয়মিত ক্লিন করা
আপনি আপনার ফোনের এপ সেটিংস থেকে যে কোনো এপের ক্যাশে এবং ডেটাগুলি ক্লিন করতে পারেন, যা অস্থায়ী ডেটাগুলো মুছে ফেলে আপনার ফোনের স্টোরেজ সংরক্ষণে সাহায্য করবে।

হোয়াটসঅ্যাপে প্রাপ্ত ছবি/ভিডিওগুলি গ্যালারিতে সংরক্ষণ করা    
বর্তমানে, হোয়াটসঅ্যাপ এপ্লিকেশনটি আমাদের প্রত্যেকের সকাল থেকে রাতের সঙ্গী হয়ে উঠেছে। আমরা সবাই কমবেশী হোয়াটসঅ্যাপে ফাইল, ফটো, ভিডিও এবং অন্যান্য মিডিয়ার নিয়মিত আদানপ্রদান করে থাকি। তবে জানেন কি, ফোনের গ্যালারিতে এই মিডিয়াগুলি সেভ করা আপনার ডিভাইসটির পক্ষে সবচেয়ে বড় স্টোরেজ কিলার (Storage Killer) হতে পারে ? তাই, ফোনের স্টোরেজ বাঁচাতে, হোয়াটসঅ্যাপের ‘গ্যালারিতে সেভ করুন’ (Save to Gallery) এই অপশনটি বন্ধ করে রাখতে পারেন।

ডিভাইসের নিজস্ব এপগুলির স্টোরেজ সেটিং ঠিক করা  
নেটিভ এপের স্টোরেজ সেটিংস নিয়মিত চেক করুন। এই এপগুলি আপনার ডিভাইসে ডিফল্ট (Default) হওয়ায় স্টোরেজ দখলের অনুমতি পায়। তাই, এ ধরনের এপগুলি আনইনস্টল করা অথবা এগুলিতে সঠিক স্টোরেজ সেটিংস সেট করা জরুরী৷

‘Files by Google’ এপটি ব্যবহার করা   
‘Files by Google’ হল একটি অতি দরকারী ফাইল ম্যানেজমেন্ট এপ, যা আপনার ডিভাইস থেকে একাধিক জাঙ্ক ফাইল (Junk files) এবং ক্যাশেগুলি (Catches) মুছে ফেলে স্টোরেজ খালি করতে সাহায্য করবে, ডেটা পরিষ্কার করার জন্য সুপারিশ করে, অনুসন্ধান এবং সহজ ব্রাউজিং সহ দ্রুত ফাইলগুলি খুঁজতে সাহায্য করে। এছাড়া, অন্যদের সাথে অফলাইনে ফাইল শেয়ার করতে ও বিনা ডেটা পরিষেবায় ক্লাউডে ফাইল ব্যাক আপ করতেও সাহায্য করে এই এপটি। তাই ফোনের স্টোরেজ সংরক্ষণে এই এপটি ব্যবহার করতে পারেন।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন