জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ চলমান ভিডিও কলে সহজে যোগ দেওয়ার জন্য নতুন একটি ফিচার আনতে যাচ্ছে। এর ফলে দ্বিতীয় কোনো ব্যবহারকারীকে তাদের যুক্ত করার প্রয়োজন হবে না। ‘ট্যাপ টু জয়েন’ এ ফিচারের মাধ্যমে গ্রুপ কলে জয়েন করার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন গ্রাহকরা। যদি কোনো ইউজার প্রথমে গ্রুপ কলে যোগদান করতে না পারেন, তবে তারা গ্রুপ চ্যাটের অভ্যন্তরে ‘জয়েন কল’ বাটন ট্যাপ করেও সেই কনফারেন্সে যোগ দিতে পারবেন।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ আইওএস বেটা গ্রাহকদের জন্য নতুন ইউজার ইন্টারফেসও লঞ্চ করেছে। ভিডিও কলের ফিচারটি আইওএস ব্যবহারকারীরা নতুন আপডেটেই পাবেন। নতুন ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা চলমান কোনো ভিডিও কলে সহজেই যোগ দিতে পারবেন। অন্য কারও সহযোগিতার প্রয়োজন হবে না। পাশাপাশি আরও একটি ফিচার আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। আইওএস ব্যবহারকারীরা একটি নতুন রিং বাটনও দেখতে পাবেন। গ্রাহকরা নতুন এ ফিচারটির জন্য এখন অপেক্ষা করছেন।