লেনোভো নিয়ে আসছে বিল্ট ইন ট্যাবসহ থিংকবুক প্লাস ল্যাপটপ

লেনোভো গত কয়েক মাস ধরে বাজারে বেশকিছু ট্যাব ও ল্যাপটপ উন্মোচন করেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে ১৭ ইঞ্চির থিংকবুক প্লাস ল্যাপটপ। তবে ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা প্রদানে প্রতিষ্ঠানটি তাদের গতানুগতিক ধারার বাইরে বিল্ট ইন ট্যাবলেট ডিভাইস যুক্ত করেছে। খবর গিজমোচায়না।

টুইটারে ইভান ব্লাসের শেয়ার করা একটি ছবিতে ল্যাপটপটির বিস্তারিত তথ্য সামনে আসে। এতে দাবি করা হয়, নতুন ল্যাপটপটি উইন্ডোজ ১১ দ্বারা পরিচালিত এবং ল্যাপটপটির কি-বোর্ডের ডান পাশে আরো একটি ডিসপ্লে দেয়া হয়েছে, যেটি দেখতে অনেকটা ট্যাবলেট ডিভাইসের মতো। ধারণা করা হচ্ছে সেকেন্ডারি এই ডিসপ্লের জন্য লেনোভো আলাদা ইউজার ইন্টারফেস ডিজাইন করেছে। যেটিকে সংশ্লিষ্টরা স্টার্ট মেনুর উন্নত ভার্সন বলেছেন। ল্যাপটপটিতে স্টার্ট মেনুটি নতুন করে শর্টকাটে যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই বিভিন্ন অ্যাপ ও ফিচারে প্রবেশ করতে পারবেন।

এসব সুবিধার পাশাপাশি ট্যাব আকৃতির এই ডিসপ্লেতে কুইক অ্যাকসেসের জন্য আরো কিছু ফিচার ও সুবিধাও রয়েছে। ল্যাপটপটিতে স্টাইলাস সাপোর্টও আছে, যা মূলত সেকেন্ডারি স্ক্রিনেই দেয়া হয়েছে। শিল্পী ও ডিজাইনাররা ডিসপ্লেতে গ্রাফিকস ও ডিজাইনের কাজ করতে পারবেন বলেও ধারণা করছেন সংশ্লিষ্টরা। সেকেন্ডারি ট্যাব ডিসপ্লে ছাড়াও লেনোভো থিংকবুক প্লাসে দুটি ইউএসবি-সি, দুটি ইউএসবি-এ, একটি এইচডিএমআই, একটি ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাক ও হারমান কারডনের স্পিকার থাকতে পারে বলে জানা গেছে।

বাজারজাতের দিক থেকে ২০২২ সালের ৫ জানুয়ারি শুরু হতে যাওয়া সিইএস সম্মেলনে নতুন কিছু ল্যাপটপ উন্মোচন করতে পারে লেনোভো। সেখানে নতুন এ ল্যাপটপ দেখানো হতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্টরা।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন