নতুন বছর উপলক্ষে শাওমির স্মার্টফোনে বিশেষ মূল্য ছাড়

নতুন বছর উপলক্ষে স্মার্টফোনে মূল্য ছাড় অফার ঘোষণা করেছে শাওমি। প্রতিষ্ঠানটি নির্দিষ্ট মডেলের স্মার্টফোনে ৪ হাজার টাকা পর্যন্ত মূল্য ছাড় দেয়ার ঘোষণা দিয়েছে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘অর্জন আর মাইলফলকে ২০২১ ছিল আমাদের জন্য অসাধারণ একটি বছর। কৃতজ্ঞতা প্রকাশ ও নতুন বছর উদযাপনে শাওমি বাংলাদেশ ফ্যানদের জন্য অসাধারণ অফার নিয়ে হাজির হয়েছে। আমাদের আকর্ষণীয় মূল্য ছাড়ের মধ্যে রয়েছে শাওমির রেডমি নোট ১০এস এবং শাওমি ১১ লাইট ফাইভজি এনই ডিভাইসটি।’

আকর্ষণীয় ডিজাইনের শাওমি ১১ লাইট ফাইভজি এনই স্মার্টফোনটি বর্তমানে পাওয়া যাচ্ছে বাংলাদেশের বাজারে। ডিভাইসটির ওজন খুবই হালকা এবং স্মার্টফোনটি ধরতেও অনেক আরামদায়ক। ডিভাইসটিতে থাকা শক্তিশালী কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ফাইভজি গতির সম্পূর্ণ সুবিধা দিতে পূর্ণ গতির যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

স্মার্টফোনটিতে রয়েছে ৬.৫৫ ইঞ্চির এফএইচডি প্লাস অ্যামোলেড ডটডিসপ্লে। শাওমি ১১ লাইট ফাইভজি এনই স্মার্টফোনটিতে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা যা ব্যবহারকারীদের বিশেষ মুহূর্তগুলো অনায়াসে ধরে রাখার সুবিধা দেয়।

গ্রাহকরা অফারে মূল্য ছাড়ে শাওমি ১১ লাইট ফাইভজি ফোনটি কিনতে পারবেন। ৬+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম আগে ছিল ৩৯ হাজার ৯৯৯ টাকা, যা মূল্য ছাড়ে গ্রাহকরা পাবেন ৩৫ হাজার ৯৯৯ টাকায়। আর ৮+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল ৪২ হাজার ৯৯৯ টাকা, এখন মূল্য ছাড়ে পাওয়া যাচ্ছে ৪০ হাজার ৯৯৯ টাকায় এবং স্মার্টফোনটির ৮+২৫৬ জিবি ভ্যারিয়েন্টটি ৪৫ হাজার ৯৯৯ টাকার পরিবর্তে অফারে পাওয়া যাচ্ছে ৪৩ হাজার ৯৯৯ টাকায়।

অপরদিকে রেডমি নোট ১০এস ডিভাইসটিতে আছে ডুয়েল স্পিকার ও হাই-রেস অডিও মেজারমেন্ট এক্সপেরিয়েন্স। এতে থাকা ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরায় নেয়া যাবে স্ট্যানিং শট, এর সাথে থাকছে বোকেহ ও ডেপথ কন্ট্রোল সেন্সর। আকর্ষণীয় মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর প্রযুক্তিমুখী তরুণদের জন্য পাওয়ার প্যাকড পারফরম্যান্স দেবে।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন