লেনোভো আনতে যাচ্ছে আল্ট্রা ওয়াইড ভিউয়িং মোডের গেমিং ট্যাব

লিজিওন ওয়াই৯০ গেমিং স্মার্টফোনের পাশাপাশি বাজারে আল্ট্রা ওয়াইড ভিউয়িং মোডের গেমিং ট্যাব আনতে যাচ্ছে লেনোভো। লিজিয়ন ওয়াই৭০০ নামে এটি বাজারে আনা হবে। তবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসব ডিভাইস বাজারজাতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। খবর গিজমোচায়না।

দীর্ঘদিন থেকেই লেনোভো তাদের ডিভাইসগুলোর বেশকিছু ফিচারের টিজার প্রকাশ করে আসছিল। সম্প্রতি প্রতিষ্ঠানটি গেমিংয়ের জন্য ট্যাবের ইউনিক স্ক্রিন মোড ও চিপসেট-সংক্রান্ত টিজার প্রকাশ করেছে। উইবোতে দেয়া এক পোস্টে লেনোভোর প্রডাক্ট ম্যানেজার লিন লিন বলেন, লিজিওন ওয়াই৭০০ গেমিং ট্যাবলেটে থাকবে আল্ট্রা ওয়াইড ভিউয়িং মোড।

পোস্টে তিনি আরো বলেন, অধিকাংশ ট্যাবে ১৬:১০ বা ১৬:৯ আসপেক্ট রেশিও দেয়া হয়ে থাকে। এর মাধ্যমে গেমাররা ডিসপ্লেতে খুব বেশি কনটেন্ট দেখতে পান না।  লিজিয়ন ওয়াই৭০০ ট্যাবেও একই রেশিও থাকছে। তবে এ সমস্যা সমাধানে লেনোভোর গেমিং ট্যাবে আল্ট্রা ওয়াইড ভিউয়িং মোড ফিচার দেয়া হবে। এটি চালুর মাধ্যমে গেমাররা অনর অব কিংস, লিগ অব লিজেন্ডসসহ নির্ধারিত কিছু মাল্টিপ্লেয়ার অনলাইন ব্যাটল অ্যারেনা (এমওবিএ) গেমসে আরো স্ক্রিন কনটেন্ট দেখতে পারবেন।

ডিসপ্লের উপরে ও নিচে থাকা ব্ল্যাকবার ব্যবহারের মাধ্যমে ট্যাবটি আসপেক্ট রেশিওকে ২১:১০তে পরিবর্তনের মাধ্যমে অধিক কনটেন্ট দেখার সুযোগ করে দেয়। ব্যবহারকারীরা ডিসপ্লের উপরে বড় একটি অংশ কালো রেখ কনটেন্টের বড় একটি অংশ নিচের দিকে স্থানান্তর করে দিতে পারবেন।

ডিসপ্লে ফিচারের পাশাপাশি এই গেমিং ট্যাবের প্রসেসর-সংক্রান্ত তথ্যও জানা গেছে। লেনোভো লিজিয়ন ওয়াই৭০০ গেমিং ট্যাবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট ব্যবহার করা হতে পারে। পূর্বে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, নতুন ট্যাবটি অ্যাপল আইপ্যাড মিনির ষষ্ঠ প্রজন্মের তুলনায় কিছুটা বড় হতে পারে বলে জানা গেছে। এতে ডুয়াল স্টেরিও স্পিকার, একটি ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, ৮ দশমিক ৮ ইঞ্চির ২৫৬০X১৬০০ পিক্সেলের ডিসপ্লে, ১২০ হার্টজের রিফ্রেশ, ২৪০ হার্টজের টাচ স্যাম্পলিং রেট এবং শতভাগ ডিসিআই পিথ্রি কালার গ্যামটও থাকতে পারে বলে জানা গেছে।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন