অনলাইন গেইমে প্রতারকদের হাত থেকে বাঁচার কিছু উপায়

করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে বড়সড় প্রভাব পড়লেও অনলাইন গেইম দুনিয়ায় উল্টা ছবি দেখা গিয়েছে। সামাজিক দূরত্বে নিয়মাবলীতে যত কড়াকড়ি হয়েছে ততই ফুলে ফেঁপে উঠেছে দুনিয়া ব্যাপী ভিডিও গেম ইন্ডাস্ট্রি। এই সময় ভার্চুয়াল দুনিয়ায় ঢুকে স্বস্তির স্বাদ খুঁজছেন অনেকেই। আর এই জন্যই গত এক দশকে সবথেকে বেশি ভিডিও গেম বিক্রির রেকর্ড হয়েছে। আর এই কারণেই বিরাট লাভের মুখ দেখেছে ভিডিও গেম কোম্পানিগুলো।

আরও বেশি মানুষের মধ্যে অনলাইন গেইমের জনপ্রিয়তা বাড়তে থাকার কারণেই প্রতারকদের রমরমা ব্যবসা শুরু হয়েছে সেখানে। পরিস্থিতির সুযোগ নিয়ে প্রতারণার ফাঁদ পেতে চলেছে একদল অসাধু মানুষ। বিভিন্ন অনলাইন গেইমে ইন-গেম কারেন্সি ব্যবহারের সুযোগ নিয়ে শুরু হয়েছে প্রতারণা।

এই ধরনের প্রতারণা সম্পর্কে তরুন প্রজন্ম অবগত না হওয়ার কারণে প্রতারকদের কাজ সহজ হচ্ছে। অনলাইন গেইমে প্রতারকদের হাত থেকে নিজেকে ও প্রিয়জনদের কীভাবে রক্ষা করবেন?

অনলাইন গেইমসে সুরক্ষিত থাকার কিছু উপায়ঃ 

কেনাকাটার জন্য অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন: কোন গেইমের মধ্যে কিছু কেনাকাটার প্রয়োজন হলে সেই গেইমের অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন। কোন লিঙ্কে প্রবেশ করে অনলাইন গেইমের কেনাকাটা করবেন না।

ইমেল ও এসএমএসের উত্তর দেবেন না : গেইমের অফারের নাম করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অথবা ব্যক্তিগত তথ্য জানতে চেয়ে কোন ইমেল অথবা এসএমএস এলে তা এড়য়ে চলুন। কোন গেইমের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ধরনের কনো মেসেজ পাঠানো হয় না।

পাসওয়ার্ড সুরক্ষিত রাখুন : অনলাইন গেইমে লগ করার পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার করবেন না। এই তথ্য সব সময় ব্যক্তিগত রাখুন।

শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন : অনলাইন গেইম অ্যাকাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। পাসওয়ার্ড শক্তিশালী করতে ছোট ও বড় হাতের অক্ষরের সঙ্গে ব্যবহার করু নম্বর ও চিহ্ন।

টু-ফ্যাক্টর অথেনটিকেশন : এই সুরক্ষা ফিচার এনেবেল করলে আপনার পাসওয়ার্ড কারও হাতে চলে গেলেও লগ ইনের জন্য বিশেষ কোড প্রয়োজন হবে। ফলে সুরক্ষিত থাকবে আপনার গেইমিং অ্যাকাউন্ট।

পাসওয়ার্ড যাচাইয়ের লিঙ্ক : আপনার গেইমিং অ্যাকাউন্টের পাসওয়ার্ড যাচাইয়ের নামে কোন ইমেল অথবা এসএমএস এলে তা এড়িয়ে চলুন।

কেনাকাটার জন্য ডেবিট কার্ড এড়িয়ে চলুন : ডেবিট কার্ডের তুলনায় ক্রেডিট কার্ডে সুরক্ষা বেশি থাকে। তাই কেনাকাটার জন্য ডেবিট কার্ড ব্যবহার না করাই ভালো।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন