ব্রেভ চালু করেছে তাদের নতুন প্রাইভেসি ফোকাসড সার্চ ইঞ্জিন

ব্রেভ ওয়েব ব্রাউজার প্রায় সবারই পরিচিত। বিশেষ করে অ্যাড ব্লকিং এবং প্রাইভেসির কারণে ব্যবহারকারীরা ব্রেভ ব্রাউজার এর দিকে বেশি ঝুকে থাকেন। সম্প্রতি সংস্থাটি তাদের নিরাপদ ব্রাউজিং অভিজ্ঞতাকে আরো বাড়ানোর লক্ষ্যে তাদের একটি ইন্ডিপেন্ডেন্ট সার্চ ইঞ্জিন চালু করেছে, যা বর্তমান সময়ের যেকোনো সার্চ ইঞ্জিনের চেয়ে এক জন ব্যবহারকারীকে অধিক নিরাপত্তা দিতে সক্ষম বলে দাবি করেছে সংস্থাটি। মূলত এই বছরের শুরুর দিক থেকেই ব্রেভ তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করছে বলে জানা যায়, যা এমুহুর্তে সমস্ত প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের জন্য বিটা ভার্সনে লঞ্চ করা হয়েছে।

সংস্থাটি তাদের একটি অফিসিয়াল ব্লগ পোস্টের মাধ্যমে নতুন ব্রেভ সার্চ ইঞ্জিনের ঘোষণা দিয়েছে। ব্রেভ কর্তৃপক্ষ জানিয়েছেন যে, ব্রেভ সার্চ ইঞ্জিন বর্তমান সময়ের প্রতিযোগী সার্চ ইঞ্জিন যেমন মাইক্রোসফট বিং এবং গুগল সার্চ থেকে সম্পূর্ণ আলাদা। কারণ এটি ব্যবহারকারীর প্রোফাইলিং এবং ট্র্যাকিংয়ের পরিবর্তে ব্যবহারকারীর গোপনীয়তার উপর বেশী নজর দিয়ে থাকে। সংস্থাটি আরো জানিয়েছে যে, ব্রেভ সার্চ ইঞ্জিন থার্ড পার্টি কোন সার্চ ইঞ্জিন এর উপর নির্ভর না হয়ে এটি সাধারণ কোন প্রশ্নের উত্তর দিতে তার নিজস্ব সার্চ ইঞ্জিনকে ব্যবহার করে। ব্রেভ এর সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা ব্রেন্ডন আইচ এর মতে, “ব্রেভ সার্চ ইঞ্জিন হল একটি সর্বাধিক ব্যক্তিগত সার্চ ইঞ্জিন, পাশাপাশি একমাত্র স্বাধীন সার্চ ইঞ্জিন যা একজন ব্যবহারকারীকে তার ব্রাউজিং এর ক্ষেত্রে অতিরিক্ত নিয়ন্ত্রণ সহ নিরাপত্তা দিতে সক্ষম।”

ব্রেভ সার্চ ইঞ্জিন সাধারণ সার্চ-গুলির ফলাফল আনতে এর নিজস্ব সার্চ অ্যালরিদম ব্যবহার করে। তবে জানা গেছে যে সার্চ ইঞ্জিনটি এখন পর্যন্ত কোন পিকচার সার্চ করার ক্ষেত্রে মাইক্রোসফট বিং এর উপর নির্ভর করছে। তবে এক্ষেত্রেও নিরাপত্তার বিষয়টির উপর নজর রাখা হবে বলে জানানো হয়েছে। ব্রেভ সার্চ বর্তমানে বিটা ভার্সনে আইওএস, অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজের সমস্ত ব্রেভ ব্যবহারকারীদের জন্য অ্যাভেলেবল রয়েছে। মজার ব্যাপার হলো সার্চ ইঞ্জিনটি ব্যবহার করার সময় কোন প্রকার বিজ্ঞাপন চোখে পড়বে না। ব্রেভ জানিয়েছে যে তারা কোন প্রকার বিজ্ঞাপন ছাড়াই একজন ব্যবহারকারীকে তার সার্চ রেজাল্ট দেখাতে কাজ করছে। আপনি চাইলে search.brave.com ভিজিট করে ব্রেভ সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারেন।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন