অ্যাপল নিয়ে আসছে সাশ্রয়ী দামের নতুন ম্যাকবুক প্রো

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল কম দামে নতুন ম্যাকবুক প্রো। গত বছরেই নতুন ম্যাকবুক প্রো এনেছিলো অ্যাপল। দাম বেশি হওয়ার কারণে বিলাসবহুল পণ্য হিসাবে বিবেচিত হচ্ছে ল্যাপটপটি। এবার খবর শুনা যাচ্ছে ‘সাশ্রয়ী দামের’ নতুন ম্যাকবুক প্রো নিয়ে আসতে যাচ্ছে অ্যাপল

আগামী মার্চ মাসেই নতুন একটি ইভেন্টের পরিকল্পনা করেছে অ্যাপল যেখানে উন্মোচনহতে পারে সাশ্রয়ী দামের’ নতুন ম্যাকবুক প্রো। নতুন এই ম্যাকবুক প্রো উন্মোচন করবে অ্যাপল, সস্প্রতি এমন ‘সংশ্লিষ্ট সূত্রের’ বরাত দিয়ে জানিয়েছে ব্লুমবার্গ। প্রযুক্তি শিল্পে অ্যাপলের পণ্য আর সেবা নিয়ে গুজব আর অভ্যন্তরীণ গোপন খবরের নির্ভরযোগ্য সূত্র হিসেবে গ্রহণযোগ্যতা আছে গারম্যানের।

গারম্যানের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫ ম্যাক জানিয়েছে, এম১ প্রো আর এম১ ম্যাক্স ম্যাকবুকের সঙ্গে নতুন ডিভাইসটির পার্থক্য শুধু দামের বেলায় থাকবে না। সম্ভবত, অন্যান্য মডেলগুলোর তুলনায় খানিকটা ‘দুর্বল’ হার্ডওয়্যার থাকবে নতুন এই ম্যাকবুক প্রো তে ।

“আমার প্রত্যাশা বিলাসবহুল দামের ম্যাকবুক প্রো’র সঙ্গে এন্ট্রি-লেভেল ম্যাকবুক প্রো’র পার্থক্য হবে দুর্বল ডিসপ্লে, প্রসেসর আর স্টোরেজের বেলায়। থাকবে না কোনো টাচবার, প্রোমোশন এবং মিনিএলইডি। এম২ চিপবাহী অনেকগুলো ম্যাকের একটি হবে এটি। যার মধ্যে আছে ২৪ ইঞ্চির আইম্যাক, এন্ট্রি-লেভেল ম্যাক মিনি এবং নতুন নকশার ম্যাকবুক এয়ার।”– বলেছেন গারম্যান।

গারম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, এলসিডি স্ক্রিন থাকবে নতুন ‘সস্তা দামের’ ম্যাকবুক প্রো’তে। শোনা যাচ্ছে নয়া ম্যাকবুক এয়ার-এর গুজবও। তবে, তাতে মিনিএলইডি ডিসপ্লে থাকতে পারে।

৯টু৫ ম্যাক বলছে, গেল দুই বছরে ইনটেল নির্মিত চিপের উপর নির্ভরতা থেকে বেরিয়ে এসে সব ডিভাইসে নিজস্ব ডিজাইনের চিপ ব্যবহারের লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে অ্যাপল। তারই ফলশ্রুতিতে ২০২২ সালে উন্মোচিত সব ম্যাক ল্যাপটপে অ্যাপলের নিজস্ব চিপেই থাকবে।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন