দারাজ ভ্যালেন্টাইন ক্যাম্পেইন এ ১১% পর্যন্ত ছাড়ে রিয়েলমি স্মার্টফোন পাওয়া যাচ্ছে। নির্দিষ্ট ব্যাংকের কার্ড/বিকাশে পাওয়া যাবে আরো ৫০০ টাকা পর্যন্ত প্রিপেমেন্ট ডিসকাউন্ট। সাথে থাকছে নির্দিষ্ট ব্যাংকের কার্ডে ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধা। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চালু থাকবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
স্মার্টফোন কেনার জন্য ক্লিকঃ https://click.daraz.com.bd/e/_6RRKo
এই ভ্যালেন্টাইন ক্যাম্পেইন চলাকালীন, মাত্র ৩৫,৫৯২ টাকায় রিয়েলমি জিটি নিও ২ এর ৮জিবি র্যাম/১২৮ জিবি রম ভ্যারিয়েন্টটি কেনা যাবে। এর পাশাপাশি, বাজারে আসা নতুন ডিজাইনের রিয়েলমি জিটি মাস্টার এডিশন লুনা হোয়াইটের দাম পড়বে মাত্র ৩০,৫৯৭ টাকা।
নামকরা ডেটা বিশ্লেষক সংস্থা স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স অনুসারে, রিয়েলমি নম্বর সিরিজের বিক্রয়ের পরিমাণ ৪ কোটি রপ্তানির মাইলফলক ছুঁয়েছে। চলমান ভ্যালেন্টাইন ক্যাম্পেইনে রিয়েলমি ৮ ফাইভজি কেনা যাচ্ছে মাত্র ২১,০৫৮ টাকায় এবং রিয়েলমি ৮ কেনা যাচ্ছে মাত্র ২০,৮৩২ টাকায়।
রিয়েলমি’র সি সিরিজ এবং নারজো সিরিজের অসংখ্য ডিভাইস এই ভ্যালেন্টাইন ক্যাম্পেইনে বিশেষ অফারে পাওয়া যাচ্ছে। ৪ জিবি র্যাম/৬৪ জিবি রমের রিয়েলমি নারজো ৫০আই পাওয়া যাচ্ছে মাত্র ৯,৯৯০ টাকায়।
দারাজ ভ্যালেন্টাইন ক্যাম্পেইন চলাকালীন, গ্রাহকেরা ছাড় এবং ভাউচারের মাধ্যমে তাদের প্রিয়জনের জন্য উপহার হিসেবে রিয়েলমি’র স্মার্টফোনগুলো কিনতে পারবেন। এছাড়া, এই ভালোবাসা দিবসকে স্মার্টফোনপ্রেমীদের জন্য আরও আনন্দদায়ক করে তুলতে, ১৪ ফেব্রুয়ারি রিয়েলমি উন্মোচন করতে যাচ্ছে এর নম্বর সিরিজের নতুন ডিভাইস রিয়েলমি ৯ আই।
এছাড়াও গেজেট অ্যান্ড গিয়ারে রিয়েলমি ভালেন্টাইন্স ক্যম্পেইনে রিয়েলমি ফোন কিনলেই EMI সহ পাবেন আকর্ষনীয় ভ্যালেন্টাইন গিফট। কেনার জন্য ভিজিট করুনঃ https://gadgetandgear.com/category/realme
চলতি বছর দেশের বাজারে রিয়েলমি ৯ সিরিজের প্রথম স্মার্টফোন হতে যাচ্ছে ৯ আই। লাইভ লঞ্চ ইভেন্টে অংশগ্রহণ করে রিয়েলমি ৯ আই জিতে নেওয়ার সুযোগও রয়েছে। এজন্য ক্লিক করুনঃ https://cutt.ly/LaunchEvent_realme9i