বর্তমান সময়ে নেক্সট জেনারেশন সিপিইউ ডিজাইন করা খুব বেশি ব্যয়বহুল না হলেও অনেক বেশি টাইম কনজিউমের বিষয়। যার ফলে একটি নেক্সট প্রজন্মের সিপিইউ তৈরির ক্ষেত্রে সিপিইউ সংস্থাগুলোকে বেশ সময় ধরে কাজ করতে হয়। আর এই সমস্যার সমাধানে পৃথিবীর জায়েন্ট অনলাইন প্রতিষ্ঠান গুগল বেশ কয়েক বছর ধরে কাজ করছে। তবে সম্প্রতি জানা গেছে সংস্থাটি এমন একটি এআই সিস্টেম তৈরি করেছে যা মাত্র ছয় ঘণ্টার মধ্যে উন্নত কম্পিউটার চিপ তৈরি করতে পারে। গবেষণা বলছে, গুগলের নতুন এআই সিস্টেম দ্বারা নির্মিত চিপ তৈরি করতে এক দল ইঞ্জিনিয়ারকে বেশ কয়েক মাস ধরে কাজ করতে হতে পারে।
আমার ইতিমধ্যেই জানি যে, সিপিইউ হল কোনো কম্পিউটার বা স্মার্টফোনের ব্রেইন বা মস্তিষ্ক যা ডিভাইসটির পুরো সিস্টেম কে কন্ট্রোল করে থাকে। গুগল বলছে, তাদের এআই এর তৈরি চিপগুলি ইতিমধ্যে টেনসর প্রসেসিং ইউনিট চিপসের সর্বশেষ সংস্করণে বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে। এটি যেকোনো সাধারণ সিপিইউ থেকে অনেক বেশি শক্তিশালী এবং সাশ্রয়ী। গুগলের চিপ গবেষকেরা জানিয়েছেন, গুগলের এআই সিস্টেমে প্রথমত ১০,০০০ চিপের ফ্লোর আপলোড করা হয়েছে। যেখানে সিলিকন সিপিইউ, জিপিইউ এবং মেমরি সংক্রান্ত তথ্য রয়েছে। আর এই আধুনিক এআই সিস্টেমটি চিপের ফ্লোর গুলি ব্যবহার করে একটি নতুন “ফ্লোরপ্লান” ডিজাইন করতে সক্ষম। যা পূর্বের চিপ গুলোর তুলনায় আকারে আরো ছোট ও আরো শক্তিশালী এবং আরো কম বিদ্যুৎ কনজিউম করবে বলে দাবি করা হয়েছে।
যদিও গুগলের এআই সিস্টেম নতুন চিপ ডিজাইন গুলি শেষ করার আগে সিপিইউ, জিপিইউ এবং মেমরি ইউনিটগুলিকে এলোমেলো অবস্থানে রাখে। তবে গুগলের মেশিন লার্নিং সিস্টেমের সহ-প্রধান বলেছেন যে, তাদের পদ্ধতিটি পরবর্তী প্রজন্মের ডিজাইন তৈরির জন্য বিশেষ ভাবে ব্যবহৃত হবে এবং ভবিষ্যতে এআই সিস্টেমটি বাণিজ্যিকভাবে সফল হওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে গুগলের নতুন এবং নিজেস্ব মোবাইল চিপসেট “হোয়াইটচ্যাপেল” তৈরির ক্ষেত্রেও নতুন এই এআই সিস্টেমটি ব্যবহার করা হয়ে থাকতে পারে। যা আসন্ন পিক্সেল ৬ এ দেখা যাবে।