এখন পর্যন্ত ফোন থেকে শুরু করে ল্যাপটপ, স্মার্ট ওয়াচ, এমনকি স্পিকার পর্যন্ত তৈরী করেছে গুগল। এবার গুগল তৈরি করল নিজস্ব ডিজাইন ও ইঞ্জিনিয়ারিংযুক্ত স্মার্ট টেবিল লাইট, যার নাম রাখা হয়েছে “dLight”। চলুন জেনে নেওয়া যাক গুগল এর বিশেষ স্মার্ট টেবিল লাইট, ডিলাইট সম্পর্কে।
গুগল এর ডিজাইনার, বেন গোল্ড প্রথম এই স্মার্ট টেবিল লাইট সম্পর্কে টুইট করে জানান। ডিলাইট শব্দের মানে হলো “delight” এবং/অথবা “দ্যা লাইট” অর্থাৎ নেমিং এর ক্ষেত্রে গুগল এর মিনিমাল এপ্রোচ এখানেও বিদ্যমান।
এই স্মার্ট টেবিল লাইটে সার্কুলার বেস এর একটি লাইট “T” শেপ এর একটি পোলে অ্যাটাচড রয়েছে। লাইটটি নিচের দিকে বা সামনের দিকে মুখ করে ব্যবহার করা যাবে। ডিলাইট স্মার্ট লাইট এর এমন ডিজাইন দেখে বুঝা যায় যে, এটির মূল লক্ষ্য হচ্ছে ভিডিও কল এর জন্য যথেষ্ট লাইটিং প্রদান করা। এই স্মার্ট লাইটটিকে গুগল অ্যাসিস্ট্যান্ট ভয়েস কমান্ড দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে।
আবার অন্যসব লাইট বালব এর মতো গুগল হোম অ্যাপেও এই স্মার্ট লাইট তালিকাভুক্ত থাকে। তবে এই স্মার্ট ল্যাম্পে কোনো ধরনের মাইক্রোফোন না থাকলেও এটি গুগল হোমের সাথে সংযুক্ত হয়ে ভয়েস কমান্ড দ্বারা চালিত হতে পারবে।
প্রাপ্ত ছবিতে টেবিল লাইটটির কোনো পাওয়ার ক্যাবল দেখা যায় নি, কারণ এতে রয়েছে একটি ইউএসবি-সি পোর্ট। এছাড়াও এই স্মার্ট লাইটটি ওটিএ ফার্মওয়্যার আপডেট পেয়ে থাকে যার মাধ্যমে ভবিষ্যতে এতে নতুন ফিচার যুক্ত করা সম্ভব।
ডিভাইসটির FCC রিপোর্ট (2AVY2GED7) অনুসারে 802.11b/g/n সাপোর্ট করে লাইটটি। এইচসিসি (HCC) টেলিট্রন টেকনোলজি তৈরী করেছে এই স্মার্ট লাইট। ডিলাইটে ২৪ভোল্ট ইনপুট ও ১৪ওয়াটের রেটেড পাওয়ার রয়েছে। এমনকি “Hey Google” অ্যাসিস্ট্যান্ট লোগোও বিদ্যমান লাইটটিতে। এটিকে কিউআর কোড( QR Code) এর মাধ্যমে সহজেই সেট-আপ করে নেয়া যাবে।
এই স্মার্ট ল্যাম্প গুগল এর ইন্টারনাল টিম তৈরী করেছে, শুধুমাত্র গুগল এর কর্মকর্তা-কর্মচারীদের জন্য। শুধুমাত্র গুগল এর কর্মীরাই এই গ্যাজেটটি নিতে পারবেন। শুধুমাত্র গুগলারদের জন্য তৈরী বলে সম্ভবত এই স্মার্ট লাইট কিনতে পারবেন না সাধারণ কনজ্যুমারগণ। বেন গোল্ডের টুইট থেকে এমনটিই জানা যায়।
পিক্সেল বাডস এর পাশাপাশি কর্মীদের জন্য সাধারণ দেখতে ওভার-দ্যা-ইয়ার হেডফোন তৈরী করেছিলো গুগল। তবে এই নতুন স্মার্ট টেবিল লাইট গুগল-অনলি প্রোডাক্টের চেয়ে আরো দারুণ কিছু।