মোবাইল ব্যবহারকারীদের মধ্যে অনেকেই চার্জ শেষ হওয়ার পর সুইচ অফ না করে শুধুমাত্র ফোনটিকে চার্জিং কেবল থেকে ডিসকানেক্ট করে থাকেন। বর্তমানে স্মার্টফোনের সঙ্গে যে অ্যাডপ্টারগুলি দেওয়া হয় সেগুলিতে রয়েছে স্লিপ মোড। কোনও ডিভাইস কানেক্ট না থাকলে ওই অ্যাডপ্টারের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
ফোন বা ল্যাপটপ চার্জ দেওয়ার সময় মোবাইল বা অন্য ডিভাইস ব্যবহারকারীদের অধিকাংশই একটি কাজ করে থাকি। হয়তো আপনিও করেন। এতে কি কোনও ক্ষতি হচ্ছে আপনার পছন্দের ডিভাইসের? চলুন জেনে নিই এবিষয়ে বিস্তারিত কিছু তথ্য-
সচরাচর যে কাজ করা হয় আমরা প্রায় সবাই-ই ফোন বা ল্যাপটপ চার্জ দিতে ওয়াল চার্জার ব্যবহার করে থাকি যা সরাসরি বাড়ির বৈদ্যুতিক লাইনের সঙ্গে সকেটের মাধ্যমে সংযুক্ত থাকে। কিন্তু মোবাইল ব্যবহারকারীদের অনেকেই চার্জ শেষ হওয়ার পর সুইচ অফ না করে শুধুমাত্র ফোনটিকেই চার্জিং কেবল থেকে ডিসকানেক্ট করেন।
যদিও পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে কোনও ডিভাইসে চার্জ দিলে তুলনামূলক ভালো সুবিধা রয়েছে। কারণ সেক্ষেত্রে কোনও ডিভাইস যদি চার্জিং কেবলে কানেক্ট না থাকে তাহলে নিজে থেকেই পাওয়ার ব্যাঙ্ক বন্ধ হয়ে যায়।
এতে কি চার্জিং কেবল বা অ্যাডপ্টারের কোনও সমস্যা দেখা দিতে পারে?
বিশেষজ্ঞদের মতে, ওয়াল প্লাগের সুইচ অন থাকলে যদি চার্জিং কেবলে কোনও ডিভাইস কানেক্ট না থাকে তাহলে তাতে অ্যাডপ্টার বা চার্জিং কেবলের ক্ষেত্রে কোনও ক্ষতি হয় না। এছাড়াও বর্তমানে স্মার্টফোনের সঙ্গে যে অ্যাডপ্টারগুলি দেওয়া হয় সেগুলিতে স্লিপ মোড থাকে। কোনও ডিভাইস কানেক্ট না থাকলে ওই অ্যাডপ্টারের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে অ্যাডপ্টার খারাপ হওয়ার চিন্তা থাকে না।
তাহলে সমস্যা কোথায়? সমস্যা বিদ্যুৎ খরচের ক্ষেত্রে। কারণ, ওয়াল সকেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে যদি ডিভাইস ডিসকানেক্ট করা হয় তাহলেও অল্প পরিমাণে বিদ্যুৎ খরচ হয়। ফলে তার প্রভাব পড়তে পারে মোবাইল ব্যবহারকারীর বিলে। খুব সামান্য হলেও ব্যবহারকারীর বিলের পরিমাণ বাড়বে। অধিকাংশ চার্জিং অ্যাডপ্টারের ক্ষেত্রে যেহেতু স্লিপ মোড নেই তাই প্রায়শই এই সমস্যাগুলি দেখা দিয়ে থাকে কিন্তু এর কারণ অজানা রয়ে যায়। তবে আপনার ব্যবহৃত চার্জিং অ্যাডপ্টারে যদি স্লিপ মোড দেওয়া থাকে তাহলে এই সমস্যা নাও দেখা দিতে পারে।
তবে প্রযুক্তি ঘেরা আমাদের এই বিশ্বে এখনও অনেক জায়গায় বিদ্যুৎ ব্যবস্থা পৌঁছয়নি। কারণ বিদ্যুৎ সরবরাহের যেমন সমস্যা রয়েছে তেমন বিদ্যুতের পর্যাপ্ত উৎপাদনেও ঘাটতি রয়েছে। তাই প্রত্যেকেরই উচিত বিদ্যুৎ যাতে অপচয় না হয় সেদিকে লক্ষ্য রাখা। তাই চার্জিং কেবল থেকে ডিভাইস ডিসকানেক্ট করার পর অবশ্যই সুইচ অফ করা উচিত।