ওয়ানপ্লাস এবং ওপ্পো একত্রিত হতে চলেছে

সম্প্রতি জানা গিয়েছে স্মার্টফোনের দুটি পরিচিত ব্র্যান্ড প্রতিষ্ঠান ওয়ানপ্লাস এবং ওপ্পো একত্রিত হতে চলেছে। মূলত ওয়ানপ্লাস এবং ওপ্পো উভয়েই বিবিকে (BBK) ইলেকট্রনিক্স এর সাব ব্র্যান্ড প্রতিষ্ঠান, যা স্মার্টফোন বাজারে বেশ পরিচিত হলেও শাওমি এবং স্যামসাং এর বিপরীতে তেমন প্রতিদ্বন্দিতা অর্জন করতে পারেনি। যার ফলে সাব ব্র্যান্ড দুটি এক হয়ে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ওয়ানপ্লাসের সহ-প্রতিষ্ঠাতা পিট লউ সম্প্রতি একটি ফোরাম পোস্টে ঘোষণা করেছেন যে ওয়ানপ্লাস এবং ওপ্পো তাদের কিছু সংখ্যক দলকে নিয়ে কোম্পানির কার্যক্রমকে আরও সুশোভিত করার জন্য সাথে অতিরিক্ত অংশীদারি সংস্থাগুলির জন্য অর্থ যোগাতে একত্রিত হচ্ছে।

ওয়ানপ্লাসের প্রধান নির্বাহী কর্মকর্তা পিট লউ ২০২০ সালের মে মাসে ওপ্পোর চিফ প্রোডাক্ট অফিসার হিসাবে দ্বিতীয় ভূমিকা পালন করে আসছেন। যার ফলে কয়েক বছর থেকে ওপ্পোর সাথে ওয়ানপ্লাসকে বেশ ঘনিষ্ঠ ভাবে কাজ করতে দেখা গেছে। সংস্থা দুটি কেবল হার্ডওয়্যারেই নয়, সফটওয়্যার দিকগুলিতেও একত্রিত হয়ে কাজ করেছে। ফলে ভবিষ্যতে অক্সিজেনস-এও অপারেটিং সিস্টেমে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে। পিট লউ আরো জানান,  “দুটি কোম্পানিরই বিভিন্ন কার্যক্রমে ইতিবাচক প্রভাব দেখার পরে আমরা ওপ্পোর সাথে আমাদের সংস্থাকে আরও গভীর ভাবে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি”। যদিও ওয়ানপ্লাস এখনো ওপ্পোর ছত্রছায়ায় রয়েছে, তবে ওয়ানপ্লাসের এখনো নিজস্ব পণ্য এবং ইভেন্ট থাকবে যা গ্রাহকদের সাথে সরাসরি কানেক্টেড থাকবে। ওয়ানপ্লাস এই বছরের শুরুর দিকে তার প্রথম স্মার্টওয়াচ, ওয়ানপ্লাস ওয়াচ লঞ্চ করেছিলো এবং সাথে সংস্থাটি তাদের সবচেয়ে সস্তা ৫জি ফোন ওয়ানপ্লাস নর্ড এন ২০০ (OnePlus Nord N200) বাজারে রিলিজ করেছে।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন