রিয়েলমি, খুব কম সময়ে জনপ্রিয় হয়ে ওঠা একটি ইলেকট্রনিক এক্সেসরিজ কোম্পানি। সংস্থাটি মাত্র তিন বছর বয়সেই স্মার্টফোন জগতে নিজের পরিচয় গড়ে তুলতে সক্ষম হয়েছে। শুধু তাই নয় সংস্থাটির যাত্রা শুরু করার পর থেকে এই অল্প সময়ের মধ্যেই নিজেদের ইকোসিস্টেম তৈরিতে মনোনিবেশ করছে। এমনকি সংস্থাটি তাদের একটি সাব-ব্র্যান্ড তৈরিতেও কাজ করছে যার নাম রাখা হয়েছে ডিআইজেডও (DIZO)।
তবে এখন দেখে মনে হচ্ছে যে কোম্পানিটি প্রথমবারের মতো নিজেদেরকে ল্যাপটপ বা কম্পিউটারের জগতে প্রবেশ করানোর দিকে মনযোগ দিয়েছে। সম্প্রতি রিয়েলমি ইন্ডিয়া এবং ইউরোপের সিইও মাধব শেঠের পক্ষ থেকে টুইটারে এই সংক্রান্ত একটি ছবি পোস্ট করা হয় যেখানে দেখা গেছে, সংস্থাটি একটি মেটাল বিল্ড এবং সিলভার রঙের ল্যাপটপ তৈরিতে কাজ করছে, যা দেখতে অনেকটা অ্যাপল ম্যাকবুক লাইনআপের মতো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জানা যাচ্ছে, রিয়েলমির এই ল্যাপটপটির নাম দেওয়া হতে পারে Realme Book। এছাড়াও Android Authority ল্যাপটপটির কিছু ছবি ফাঁস করেছে যেখানে দেখা যাচ্ছে ল্যাপটপটিতে একটি ৩:২ অ্যাসপেক্ট রেশিও স্ক্রিন এবং অ্যাপলের ম্যাকবুকগুলির মতো ডিজাইন ব্যবহৃত হয়েছে। যেহেতু রিয়েলমির সঙ্গে সম্পৃক্ত সংস্থাগুলি ( OPPO, OnePlus, Vivo ) এখনও কোনো ল্যাপটপ তৈরি করেনি, সেহেতু সম্ভবত ব্র্যান্ডটি ODMs নির্ভর হতে পারে। ধারণা করা হচ্ছে যে, ২০২১ সালের মাঝামঝি সময়েই রিয়েলমি ল্যাপটপটিকে অফিসিইয়ালভাবে ঘোষণা করতে পারে।