বাংলাদেশের বাজারে চলে এলো অপোর নতুন ফোন, অপো এ৭৬। চলুন জেনে নেওয়া যাক অপোর নতুন এই ফোনটিতে কি কি ফিচার রয়েছে।
অপো এ৭৬ ফোনটিতে ৬.৫৬ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ফোনটির দামে শাওমি অ্যামোলেড ডিসপ্লে অফার করছে, যা অপো এ৭৬ এর ক্ষেত্রে অনুপস্থিত। তবে ফোনটির পাঞ্চ-হোল ডিসপ্লে ৯০হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড।
অপো এ৭৬ ফোনটিতে কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরটি ভিভো’র কিছু ফোনে ব্যবহার হয়েছে। এছাড়া শাওমি রেডমি নোট ১১ গ্লোবাল ভার্সনেও প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্স বিবেচনায় এই প্রসেসরকে হেলিও জি৮৮ এর সাথে তুলনা করা চলে।
৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ থাকছে অপো এ৭৬ ফোনটিতে। ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে ইউএফএস২.২ স্টোরেজ প্রযুক্তি রয়েছে যা সাধারণ স্টোরেজ প্রযুক্তি থেকে অনেকটাই উন্নত। অপো জানিয়েছে এই ফোনটিতে ৫জিবি পর্যন্ত এক্সটেনডেড র্যাম ব্যবহার করা যাবে, অর্থাৎ এই ফোনটিতে মাল্টিটাস্কিং এর অভিজ্ঞতা অসাধারণ হতে চলেছে।
ক্যামেরার ক্ষেত্রে কোনো ধরনের চমক থাকছেনা অপো এ৭৬ এর ক্ষেত্রে। ১৩মেগাপিক্সেল এর ডুয়াল ক্যামেরা সেটাপ থাকছে ফোনটির ব্যাকে, যেখানে দ্বিতীয় সেন্সরটি ২মেগাপিক্সেলের ডেপথ সেস্নর। এছাড়াও ফোনটির ফ্রন্টে রয়েছে ৮মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা।
এক নজরে অপো এ৭৬ এর স্পেসিফিকেশনঃ
অপো এ৭৬ ফোনটিতে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেস্নর রয়েছে। বক্সে থাকা ৩৩ওয়াটের ফাস্ট চার্জার দ্বারা ৫০০০মিলি এম্পিয়ার ব্যাটারির এই অপো এ৭৬ ফোনটিকে বেশ দ্রুত চার্জ করা যাবে।
অপো এ৭৬ ফোনটির দাম নির্ধারিত হয়েছে বাংলাদেশী টাকায় ১৯,৯০০টাকা।