টেলিটক বাংলাদেশের টেলিকমিউনিকেশনের জগতে একটি নতুন ইতিহাস তৈরি করলো। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটক ১৭ মার্চ থেকে মেয়াদহীন ডাটা প্যাকেজ দিতে যাচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার । গত মঙ্গলবার (১৫ মার্চ) বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) আয়োজনে মোবাইল ফোন অপারেটরগুলোর ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ নির্দেশিকা বাস্তবায়ন উদ্বোধনের সময় এসব কথা বলেন মোস্তাফা জব্বার।
তিনি বলেন, আমার জন্য ও বাংলাদেশের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এক ঐতিহাসিক ও অসাধারণ মাই লফলক। ১৭ মার্চ থেকে মেয়াদহীন ডাটা প্যাকেজ ব্যবহার করতে পাবরেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটক গ্রহকরা । তিনি বলেন, ডেটার আনলিমিটেড প্যাকেজ দেয়ার অনুরোধ করছি। লিমিডেট প্যাকেজে বা এই যে ৯৫টি প্যাকেজ দিচ্ছেন, আমি মনে করি ডেটার আনলিমিটেড প্যাকেজ দিলে আরও বেশি বিক্রি হবে।
মন্ত্রী বলেন, আনলিমিটেড প্যাকেজ দিলে ডেটার বিক্রি বেড়ে যাবে। এ ব্যাপারে যে অপারেটর এগিয়ে আসবে আমি তাকে আগাম সালাম দিয়ে রাখলাম। এ দেশের জনগণের মনের কথা আমি প্রকাশ করলাম। সেটা হলো- আমার ডেটা আমি ব্যবহার করবো, যতদিন খুশি ততদিন ব্যবহার করবো। টেলিটক এই সু্যগটিই দিতে চলেছে।
ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার একই প্যাকেজ আরেকবার কিনে নিলে আগের মেয়াদের অব্যবহৃত ডেটা হারাবেন না টেলিটক গ্রাহকরা। মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ রিনিউ করলে অব্যবহৃত ডেটা ব্যবহার করতে পাবেন মোবাইল ইন্টারনেট গ্রাহকরা। অর্থাৎ, একই প্যাকেজ আরেকবার কিনে নিলে আগের মেয়াদের অব্যবহৃত ডেটা হারাবেন না গ্রাহকরা। এর আগ পর্যন্ত ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হলেই অব্যবহৃত ডেটা আর ব্যবহারের উপায় ছিল না। এ বিষয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি নতুন নির্দেশিকা জারি করেছে।