বিশ্বের প্রায় সব দেশেই ফেসবুকের ব্যবহারকারী রয়েছে। ফেসবুকের চ্যাটের জন্য মেসেঞ্জার ব্যবহার করতেই হয়। এ কারণে মেসেজিং এপ হিসেবে মেটার এই মেসেঞ্জার খুবই জনপ্রিয়।
অফিসিয়াল চ্যাট তো রয়েছেই সেই সঙ্গে পরিবার ও বন্ধুদের সঙ্গেও বার্তা আদান প্রদানও করেন এখানে। এক্ষেত্রে সুরক্ষার কথা বিবেচনায় আপনাকে রাখতেই হবে। ব্যবহারকারীর সুরক্ষার কথা বিবেচনা করে ফেসবুক মেসেঞ্জারে এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচার যুক্ত করেছে মেটা।
এন্ড টু এন্ড এনক্রিপশন এনাবেল করলে আপনার সব চ্যাটে একটি সুরক্ষা কী (key) যুক্ত হবে। ফলে ইন্টারনেটে সুরক্ষিতভাবে মেসেজ আদান প্রদান করতে পারবেন। এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে ফেসবুক মেসেঞ্জারে আপনি যে ব্যক্তিকে মেসেজ পাঠাবেন শুধু সেই ব্যক্তিই মেসেজ পড়তে পারবেন।
এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক থেকে রেহাই পাওয়া সম্ভব। আজকাল প্রায় সব মেসেজিং এপে এই ফিচার ডিফল্ট হলেও মেসেঞ্জারে আলাদা করে এন্ড টু এন্ড এনক্রিপশন এনেবেল করতে হবে গ্রাহককে।
চলুন দেখে নেওয়া যাক কীভাবে এন্ড টু এন্ড এনক্রিপশন চালু করবেন-
দুটি উপায়ে কাজটি করতে পারেন। ১ম পদ্ধতি হচ্ছে ভ্যানিশ মোড ব্যবহার করে এই ফিচার এনেবেল করা যাবে। ২য়টি হচ্ছে মেসেঞ্জারের সিক্রেট কনভারসেশন ফিচার এনেবেল করেও এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচার ব্যবহার করা যাবে।
ভ্যানিশ মোডের মাধ্যমে করতে হলে- ভ্যানিশ মোডে সাময়িকভাবে কোনো মেসেজ পাঠানো সম্ভব। আপনি চ্যাট উইন্ডো বন্ধ করে দিলে সেই চ্যাট নিজে থেকেই ডিলিট হয়ে যায়।
সিক্রেট কনভারসেশনের মাধ্যমে করতে হলে- মেসেঞ্জার এর সিক্রেট কনভারসেশনের মধ্যেও রয়েছে বিল্ট ইন এন্ড টু এন্ড এনক্রিপশন। এই মোডে চ্যাট করলে কোন চ্যাট ফেসবুক পড়তে পারবে না। তবে যে ডিভাইস থেকে চ্যাট করছেন সেই ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইস থেকে সেই চ্যাট দেখা যাবে না। তবে একাধিক ডিভাইস থেকে সিক্রেট চ্যাট দেখার জন্য পৃথক অপশন এনেবেল করতে হবে। তবে এই ফিচার শুধু অ্যান্ড্রয়েড, আইফোন ও আইপ্যাড থেকেই ব্যবহার করা যাবে।
চাইলে টাইমার বাটনের মাধ্যমে নির্দিষ্ট সময় পরে মেসেজ ডিলিট করে দেওয়ার অপশন এনেবেল করতে পারবেন। এছাড়াও একটি সক্রিয় চ্যাট এনেবেল করে ডান দিকে উপরে আই (i) বাটনে ট্যাপ করে মোর অ্যাকশনস (More actions) এর অধীনে গো টু সিক্রেট কনভারসেশন (Go to secret conversation) অপশন বেছে নিতে পারেন।