এই বছরের শুরুর দিক থেকেই গুগলের নতুন পিক্সেল ৬ নিয়ে ইন্টারনেট জগতে বেশ জল্পনা কল্পনা দেখা যায়। সাথে এটাও জানা গেছে যে প্রথম বারের মতো গুগল স্যামসাং এর সহায়তায় তাদের নিজস্ব চিপসেট “হোয়াইটচ্যাপেল” বাজারে আনতে চলেছে। আর এসব জল্পনা কল্পনার অবসান না ঘটতেই সম্প্রতি জানা যাচ্ছে গুগল চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুর দিকে তাদের প্রথম ফোল্ডেবল পিক্সেল ফোন লঞ্চ করতে পারে। যদিও গুগলের পক্ষ থেকে এটি এখনো নিশ্চিত করা হয়নি।
মূলত ২০১৯ সালে প্রথম জানা যায় যে গুগল তাদের প্রথম ফোল্ডেবল ফোন নিয়ে কাজ করছে। যার প্রায় দুই বছর পর এখন এমন তথ্য পাওয়া যাচ্ছে। আরো জানা গেছে, গুগলের নতুন ফোল্ডেবল ফোন তৈরির ক্ষেত্রেও স্যামসাং গুগলকে সহায়তায় করছে। বিশেষ করে ফোল্ডেবল প্যানেল সরবরাহের ক্ষেত্রে। The Elec এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে স্যামসাং, গুগল সহ অন্যান্য কয়েকটি প্রতিষ্ঠানের জন্য ব্যাপকহারে তাদের ফোল্ডেবল ওলেড ডিসপ্লে প্রস্তুত করছে। তাছাড়াও ধারণা করা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ২ এর অনুরূপ ডিজাইনে ৭.৬ ইঞ্চি ডিসপ্লে সহ ফোল্ডেবল পিক্সেল ফোন দেখা যেতে পারে।