ফাস্ট চার্জিং প্রযুক্তি নিয়ে চীনা স্মার্টফোন কোম্পানিগুলোর মধ্যে এক ধরনের প্রতিযোগিতা সব সময় লক্ষ্য করা যায়। সম্প্রতি চীনা টেক জায়ান্ট কোম্পানি শাওমি তাদের সবচেয়ে শক্তিশালী ফাস্ট চার্জিং প্রযুক্তির একটি ডেমো প্রদর্শন করেছে। সংস্থাটি বলছে তারযুক্ত এবং ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির ক্ষেত্রে এটিই বিশ্বের নতুন রেকর্ড হতে চলেছে। শাওমি তাদের Mi 11 Pro স্মার্টফোনটিকে নতুন করে মোডিফাই করে তাদের ফাস্ট চার্জিং প্রযুক্তির ডেমো দেখিয়েছে, যার নাম রাখা হয়েছে “হাইপারচার্জ”।
শাওমি বলছে, নতুন এই হাইপারচার্জ প্রযুক্তিটি মূলত ২০০W ক্ষমতা সম্পন্ন একটি তারযুক্ত চার্জিং সিষ্টেম, যেটি ৪০০০ এমএএইচ ব্যাটারিকে মাত্র ৮ মিনিটে ফুল চার্জ করতে সক্ষম। অপর দিকে ১২০W ওয়্যারলেস চার্জিং প্রযুক্তিটি মাত্র ১৫ মিনিটের মধ্যেই স্মার্টফোনকে পুরোপুরি চার্জ করতে সক্ষম। যার ফলে ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি পুরো নতুন গতি পাবে বলেও আশা করা হচ্ছে। সংস্থাটি দেখিয়েছে যে নতুন ২০০W চার্জিং প্রযুক্তি ৪০০০ এমএএইচ ব্যাটারিতে ১০% চার্জ করতে ৪৪ সেকেন্ডের মতো সময় নেয়। যা তিন মিনিটের মধ্যে ৫০% পর্যন্ত যেতে পারে এবং ১০০% চার্জ করতে আট মিনিট সময় লাগে।
উল্লেখ্য যে, বর্তমান সময়ে বাজারে সবচেয়ে শক্তিশালী চার্জিং প্রযুক্তি ওপ্পোর ১২৫W সুপার ফ্ল্যাশ চার্জ। যা ৪০০০ এমএএইচ এর কোন ব্যাটারিকে সম্পূর্ণ চার্জ করতে ২০ মিনিট সময় নেয়। তবে শাওমির নতুন এই হাইপারচার্জ প্রযুক্তি আসন্ন কোন স্মার্টফোনগুলোতে ব্যবহার করা হবে তা এখনো জানা যায় নি।