নতুন গ্যালাক্সি বুক গো ল্যাপটপ লঞ্চ করেছে স্যামসাং

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং, দুটি এন্ট্রি-লেভেলের গ্যালাক্সি বুক ডিভাইস বাজারে আনতে যাচ্ছে। জানা গেছে, ARM Processor বেজড এই গ্যালাক্সি বুক দুটি কোয়ালকম চিপস ব্যাবহার করবে। গ্যালাক্সি বুক গো এবং গ্যালাক্সি বুক গো ৫জি নামের এই দুটি নতুন ল্যাপটপের মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগন এর অত্যাধুনিক চিপসেট ব্যবহৃত হলেও এর দাম বেশ সাশ্রয়ী মূল্যের হবে বলে জানা গিয়েছে।

গ্যালাক্সি বুক গো- এর এন্ট্রি-লেভেলের মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭সি জেন ২ (7c Gen 2) প্রসেসরের ব্যবহার করা হয়েছে যা গত মাসে অ্যানাউন্স করা হয়েছিল। সাথে এটি দুটি র‌্যাম ভেরিয়েন্ট এর সাথে এসেছে (৪ জিবি এবং ৮ জিবি)। সাথে স্টোরেজ হিসেবেও দুটি অপশন পাবেন ব্যবহারকারীরা (২৫৬ জিবি এবং ৫১২ জিবি)। স্যামসাং গ্যালাক্সি বুক গো-তে ১৪ ইঞ্চি ১০৮০ পি এলসিডি প্যানেল দেখা যাবে। এই পাতলা এবং হালকা ল্যাপটপটির ওজন ১.৩৮ কেজি এবং মাত্র ১৪.৯ মিলিমিটার পাতলা।

অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি বুক গো ৫ জি ভেরিয়েন্টে ৫জি সাপোর্ট এর সাথে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ সিএক্স জেন 2 প্রসেসর ব্যবহৃত হয়েছে। এছাড়া গ্যালাক্সি বুক গো ৫ জি এর অন্যান্য সকল স্পেসিফিকেশন গ্যালাক্সি গো এর অনুরূপ। যেমন এটিতেও ৮ গিগাবাইট পর্যন্ত র‍্যাম, ১২৮ গিগাবাইট পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ থাকছে এবং স্যামসাং গ্যালাক্সি বুক গো ৫ জি-তে একটি ১৪ ইঞ্চির 1080p রেজোলিউশনের এলসিডি প্যানেল তো থাকছেই।

এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে গ্যালাক্সি বুক গো এবছরের মাঝামাঝি সময়ের দিকে বাজারে আসার কথা রয়েছে, যার এন্ট্রি-লেভেল ভ্যারিয়েন্টটির দাম ৩৪৯ ডলার নির্ধারণ করা হয়েছে। তবে গ্যালাক্সি বুক গো ৫ জি এর দামের ব্যাপারে স্যামসাং এখনো পর্যন্ত তেমন কিছুই জানায়নি।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন