ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচাতে করণীয়

আমাদের মধ্যে অনেকেরই সর্বাধিক ব্যবহৃত ওয়েবসাইট বা অনলাইন সার্ভিস হলো ফেসবুক। প্রতিদিন আমরা ফেসবুক ব্যবহার করলেও ফেসবুক আইডি হ্যাক থেকে বাঁচাতে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করছি কি? ফেসবুক আইডি হ্যাক হতে পারে এমন আশংকা জানা থাকার পাশাপাশি ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচাতে জরুরি পদক্ষেপ গ্রহণ করাও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। চলুন জেনে নিই ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচাতে যেসব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত সেসব সম্পর্কে বিস্তারিত।

শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার

ফেসবুকে তো পাসওয়ার্ড সবাই ব্যবহার করি, কিন্তু এই ব্যবহৃত পাসওয়ার্ড কতটা নিরাপদ তা কি আমরা জানি? না, আমাদের ব্যবহৃত পাসওয়ার্ডসমূহ কতটুকু নিরাপদ তা আমাদের অনেকেরই অজানা। কিন্তু সবসময় ফেসবুকসহ যেকোনো একাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের চেষ্টা করুন। শক্তিশালী পাসওয়ার্ড হলো সেই পাসওয়ার্ড  যাতে বড় ও ছোট হাতের লেখার পাশাপাশি চিন্হ ও সংখ্যা থাকে।

এছাড়া প্রতিটি একাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার থেকে বিরত থাকুন। প্রতিটি একাউন্টে আলাদা পাসওয়ার্ড ব্যবহারে প্রতিটি একাউন্টের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা কিছুটা হলেও সম্ভব হয়। আগেরদিনে অনেকেই সহজ কিছু সংখ্যা বা সহজেই অনুমান করা যায় এমন শব্দ ফেসবুকের পাসওয়ার্ড হিসেবে সেট করত। এমনটি করা খুবই ঝুঁকিপূর্ণ।

এমন অনেক সফটওয়্যার আছে যেগুলো পাসওয়ার্ড অনুমান করে এবং কিছু কৌশলের মাধ্যমে পাসওয়ার্ড বের করে ফেলে। তাই আপনার পাসওয়ার্ড এমন হতে হবে যেটা অন্য কেউ অনুমান করতে না পারে। সেই সাথে বিভিন্ন চিহ্ন এবং বড়-ছোট হাতের অক্ষর থাকা উচিৎ। আর যদি কখনো মনে হয় কেউ আপনার পাসওয়ার্ড দেখে ফেলেছে, তাহলে সাথে সাথে পাসওয়ার্ড পরিবর্তন করে নিন।

মোবাইল নাম্বার কনফার্ম করুন

আপনার ফেসবুক একাউন্টে ইতিমধ্যে মোবাইল নাম্বার এড করা না থাকলে একাউন্টের নিরাপত্তা বাড়াতে এখনি আপনার ফেসবুক একাউন্টে মোবাইল নাম্বার এড করে নম্বরটি ভেরিফাই করে রাখুন। ফেসবুক সেটিংসে প্রবেশ করে Account & personal information মেন্যু হতে Contact Info অপশনে প্রবেশ করে ফেসবুক একাউন্টে মোবাইল নাম্বার এড করা যাবে।

সেফ ব্রাউজিং

ফেসবুক থেকে আমরা প্রায়সই বিভিন্ন লিংকে প্রবেশ করে থাকি। কিন্তু এসব ওয়েবসাইট সম্পূর্ণ নিরাপদ কিনা তা কিন্তু আমরা একবারও চেক করিন, যা মোটেও ঠিক নয়। তবে এই দায়িত্ব ফেসবুক নিজেই পালন করে সেফ ব্রাউজিং নামে একটি ফিচারের কল্যাণে।

ফেসবুক সেটিংসে প্রবেশ করে Password and security মেন্যু থেকে Safe Browsing ফিচারটি চালু করে দিন। এই ফিচারের চালু করার পর ফেসবুক থেকে কোনো লিংকে প্রবেশের সময় উক্ত লিংক ক্ষতিকর হওয়ার সম্ভাবনা থাকলে ফেসবুক নিজেই আপনাকে ওয়ার্নিং প্রদর্শন করবে।

লগিন এপ্রুভালস

লগিন এপ্রুভালস ফিচার এর মাধ্যমে ফেসবুক আইডি হ্যাক থেকে বাঁচানো সম্ভব। এই ফিচার চালু করলে কোনো নতুন ডিভাইস থেকে ফেসবুক একাউন্টে লগিনের ক্ষেত্রে সিকিউরিটি কোড এর প্রয়োজন হয়। ফেসবুক সেটিংসে প্রবেশ করে টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করে দিলে এই ফিচারটি একটিভ হয়ে যাবে।

ফিচারটি চালু করার পর কোনো নতুন ডিভাইস থেকে ফেসবুক একাউন্টে লগিনের সময় পূর্বে লগিন থাকা ফেসবুক একাউন্ট থেকে লগিন এপ্রুভ করা যাবে। আবার চাইলে মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড এর রিকুয়েস্ট করে উক্ত কোড দ্বারাও লগিন করা যাবে।

একটিভ সেশনস

আমরা বিভিন্ন ডিভাইস থেকে ফেসবুকে লগিন করে থাকি। তবে অজান্তেই অনেক ডিভাইসে আমাদের লগিন সেশন একটিভ থেকে যায়, যা ফেসবুক আইডি হ্যাক হওয়ার অন্যতম কারণ। ফেসবুক সেটিংস থেকে Password and security মেন্যুতে প্রবেশ করে Where You’re logged in এর পাশে থাকা See All অপশনে ট্যাপ করে সকল একটিভ সেশন দেখে নেয়া যায়।

প্রদর্শিত একটিভ সেশনের ডিভাইসের নামের পাশে থাকা মেন্যুতে প্রবেশ করে উক্ত ডিভাইস থেকে লগ আউট করা যাবে। এছাড়া সন্দেহজনক কোনো অপরিচিত ডিভাইস দেখলে অবশ্যই Secure Account অপশন সিলেক্ট করে একাউন্টের নিরাপত্তা পুনরায় চেক করুন।

স্প্যাম লিংক এড়িয়ে চলুন

স্প্যাম থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করে থাকে ফেসবুক। তবে এর পরেও হ্যাকাররা সার্বক্ষণিক চেষ্টা করে প্রতারণার জাল ছড়িয়ে দেয় স্প্যাম লিংক এর মাধ্যমে। ফেসবুক মেসেজ, গ্রুপ, পেজ, ইত্যাদি মাধ্যমে ফিশিং লিংক ছড়িয়ে দিয়ে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে পারে হ্যাকার। তাই ফেসবুকে দেখা যে কোনো লিংকে ক্লিক করার সময় সাবধান থাকুন।

হ্যাকাররা জনপ্রিয় ওয়েবসাইট এর আদলে একই ধরনের নামের ডোমেইন নেইম নেয়, এমনকি সাইট ও হুবহু আসল সাইটের মত তৈরী করে। তাই এর মধ্যে কোনো প্রতারণার ফাঁদে পা দেওয়ার পরও আপনি বুঝতে পারবেন না যে আপনি প্রতারিত হচ্ছেন কিনা। তাই ফেসবুক থেকে যেকোনো লিংকে ক্লিক করার সময় সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করুন।

ব্যবহারের পর লগ আউট

নিজের ব্যক্তিগত ফোন বা কম্পিউটার ছাড়া অন্য কোথাও হতে ফেসবুকে লগিন করে থাকলে উক্ত ডিভাইস অন্যের হাতে দেওয়ার আগে অবশ্যই আপনার ফেসবুক একাউন্টটি লগ আউট করতে ভুলবেন না। এই বিষয়টি খুব সাধারণ একটি কাজ হওয়া স্বত্বেও অনেকে অবহেলা করে এই বিষয়টি অবজ্ঞা করেন। কিন্তু নিজের ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচাতে চাইলে এই বাড়তি সতর্কতা অবশ্যই মেনে চলা উচিত।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন