ফেসবুকে মোবাইল নাম্বার হাইড করবেন যেভাবে

ফেসবুকে আপনার ব্যাক্তিগত প্রাইভেসি নিয়ে যদি আপনি চিন্তিত থাকেন, তবে অবশ্যই ফেসবুকে যুক্ত থাকা ফোন নাম্বার হাইড করা উচিত। ফেসবুক একাউন্টে আপনার নাম্বার পাবলিক করা থাকলে স্পাম কল দ্বারা বিরক্তির শিকার হতে পারেন। আপনার ফ্রেন্ড লিস্টে যদি শুধুমাত্র আপনার বন্ধুরা থাকে, তাহলে হয়ত সমস্যা হওয়ার কথা না। ফেসবুকে মোবাইল নম্বর যুক্ত করার নিয়ম খুব সহজ। ঠিক তেমনি, অন্যদের নিকট থেকে ফেসবুকে যুক্ত মোবাইল নম্বর লুকিয়ে রাখাও সহজ।

কিন্তু ফেসবুক ফ্রেন্ড লিস্টে অপরিচিত ব্যক্তি কমবেশি সবার লিস্টেই থাকে, তাই ফোন নাম্বার হাইড করে রাখা বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। চলুন জেনে নেওয়া যাক কিভাবে ফেসবুক একাউন্টে যুক্ত থাকা ফোন নাম্বার হাইড করতে হয়।

ফেসবুকে মোবাইল নাম্বার হাইড করার কারণঃ

ফেসবুক ফোন নাম্বার এর প্রাইভেসি যদি Friends বা Public করা থাকে, তাহলে ফেসবুকে যুক্ত থাকা ফ্রেন্ডরা কিংবা যেকেউ আপনার নাম্বার সংগ্রহ করে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। যেকেউ আপনাকে কল করে বিরক্ত করার সম্ভাবনা থাকে এই সেটিংসের কারণে, তাই অবশ্যই ফেসবুক আইডিতে থাকা মোবাইল নাম্বার হাইড করে রাখা উচিত।

এছাড়া ফোন নাম্বার একটি ব্যক্তিগত তথ্য, যা পাবলিকলি এভেইলএবেল থাকা উচিত নয়। আবার হ্যাকাররা এই তথ্য কাজে লাগিয়ে ব্যক্তিগত ক্ষতি সাধনের চেষ্টা করতে পারে। এসব কারণে ফেসবুক একাউন্টে যুক্ত থাকা ফোন নাম্বার হাইড করে রাখা উচিত।

ফেসবুকে মোবাইল নাম্বার হাইড করার নিয়ম

ফেসবুক মোবাইল নাম্বার হাইড করা যাবে মোবাইল ও কম্পিউটার থেকে খুব সহজে। চলুন জেনে নেওয়া যাক ফেসবুক একাউন্টে যুক্ত থাকা ফোন নাম্বার কিভাবে হাইড করবেন।

কম্পিউটার ব্যাবহার করেঃ

কম্পিউটার থেকে ফেসবুক মোবাইল নাম্বার হাইড করতেঃ

  • যেকোনো ব্রাউজার থেকে ফেসবুকে প্রবেশ করুন
  • এরপর আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করুন
  • About সেকশনে প্রবেশ করুন
  • Contact and basic info ট্যাবে প্রবেশ করুন
  • এরপর ডানদিকে আপনার ফোন নাম্বার দেখতে পাবেন
  • ফোন নাম্বার ও পেন্সিল আইকনের পাশে প্রাইভেসি আইকন দেখতে পাবেন
  • এই আইকনে ক্লিক করে Only Me অপশন সিলেক্ট করুন

এভাবে খুব সহজে কম্পিউটার থেকে ফেসবুক মোবাইল নাম্বার হাইড করা যাবে।

মোবাইল ব্যাবহার করেঃ

মোবাইল থেকেও খুব সহজে ফোন নাম্বার হাইড করা যাবে। মোবাইল থেকে ফোন নাম্বার হাইড করতেঃ

  • ফেসবুক অ্যাপ থেকে আপনার প্রোফাইলে প্রবেশ করুন
  • See Your About Info অপশনে ট্যাপ করুন
  • Contact Info এর পাশে থাকা Edit এ ট্যাপ করুন
  • ফোন নাম্বারের পাশে থাকা প্রাইভেসি আইকনে ট্যাপ করুন
  • ফোন নাম্বার হাইড করতে Only Me অপশন সিলেক্ট করুন

উল্লেখিত উপায় অনুসরণ করে খুব সহজে মোবাইল থেকে ফেসবুকে যুক্ত থাকা ফোন নাম্বার হাইড করা যাবে। ফেসবুক মোবাইল নাম্বার এর প্রাইভেসি “Only Me” করার মাধ্যমে আপনার ফোন নাম্বার ফেসবুক ব্যবহারকারীদের কাছে প্রদর্শিত হবে না।

এভাবে ফোন নাম্বার হাইড করার মূল উদ্দেশ্য হলো অনলাইন স্টকার ও হ্যাকার থেকে সেনসিটিভ ডাটা নিরাপদে রাখা।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন