জেনে নিন গুগল স্ট্রিট ভিউ ব্যবহার এর নিয়ম

গুগল স্ট্রিট ভিউ হলো গুগল ম্যাপস এর একটি ফিচার যা দ্বারা মোবাইল বা কম্পিউটার থেকে বাস্তব দুনিয়া দেখা যায়। মূলত এই ফিচার এর মাধ্যমে গুগল ম্যাপস এ রিয়েল-লাইফ ভিজ্যুয়াল দেখা যায়। স্ট্রিট ভিউ ক্যামেরার মাধ্যমে গুগল বিশ্বের বিভিন্ন স্থানের ছবি তুলে ম্যাপের মধ্যে রেখে দিয়েছে।

স্ট্রিট ভিউ ফিচারের মাধ্যমে আপনি সেসব ছবি দেখতে পারবেন তাতে মনে হবে আপনি যেন সেই এলাকায় হেঁটে হেঁটে সবকিছু দেখছেন। চলুন জেনে নিই গুগল স্ট্রিট ভিউ ব্যবহার এর নিয়ম, যার মাধ্যমে সরাসরি না গিয়েও বিশ্বের বিভিন্ন মজার স্থান ভার্চুয়ালি ঘুরতে পারবেন।

কম্পিউটার থেকে গুগল স্ট্রিট ভিউ ব্যবহার করার নিয়ম

কম্পিউটার থেকে ওয়েব ব্রাউজারের মাধ্যমে গুগল স্ট্রিট ভিউ ব্যবহার করা যায়। ব্রাউজার থেকে স্ট্রিট ভিউ ব্যবহার করতে নিচে দেওয়া নিয়ম অনুসরণ করুন।

  • গুগল সার্চ বারে যেকোনো এড্রেস বা ল্যান্ডমার্ক এর নাম লিখুন
  • এরপর উক্ত স্থানের একটি গুগল নলেজ প্যানেল দেখতে পাবেন যেখানে স্থান সম্পর্কে ছবি ও তথ্য দেখতে পাবেন
  • যদি উক্ত স্থানের গুগল স্ট্রিট ভিউ কভারেজ থাকে তবে নলেজ প্যানেলের ছবির পাশে “See Outside” নামে একটি অপশন দেখবেন, সেটিতে ক্লিক করুন
  • এরপর উক্ত স্থানের স্ট্রিট ভিউ স্ক্রিনে দেখতে পাবেন

সার্চ করে স্টিট ভিউ অ্যাকসেস করার নিয়ম তো জানলেন। এছাড়া গুগল ম্যাপস এর মাধ্যমেও সরাসরি স্ট্রিট ভিউ ব্যবহার করা যাবে। গুগল ম্যাপস থেকে স্ট্রিট ভিউ ব্যবহার করতেঃ

  • ওয়েব ব্রাউজার থেকে গুগল ম্যাপস এ প্রবেশ করুন
  • যে স্থানের স্ট্রিট ভিউ দেখতে চান উক্ত স্থানের নাম সার্চ করুন
  • উক্ত স্থান যদি স্ট্রিট ভিউ সাপোর্ট করে, তাহলে স্ক্রিনের বোটমে একটি ছবিসহ একটি জিওলোকেশন কার্ড দেখতে পাবেন
  • জিওলোকেশন কার্ডে ক্লিক করলে স্ট্রিট ভিউতে প্রবেশ করবেন

এছাড়াও গুগল এর স্ট্রিট ভিউ এভেটার আইকন, পেগম্যান দ্বারাও যেকোনো স্থানের স্ট্রিট ভিউতে প্রবেশ করতে পারবেন কম্পিউটার ব্রাউজার থেকে। এই উপায়ে স্ট্রিট ভিউ ব্যবহার করতেঃ

  • যেকোনো স্থানের নাম গুগল ম্যাপস এ সার্চ করুন
  • এরপর গুগল ম্যাপস এর ডানদিকের নিচের কর্নারে থাকা পেগম্যান ড্রাগ করে কাংখিত স্থানে ম্যাপের উপর ছেড়ে দিন
  • উক্ত স্থানের স্ট্রিট ভিউ রেকর্ড থাকলে পেগম্যান ড্রপ করার পর উক্ত স্থানের স্ট্রিট ভিউতে প্রবেশ করবেন

স্ট্রিট ভিউতে প্রবেশের পর কার্সর ফরোয়ার্ড অ্যারোতে পরিণত হবে। ডিরেকশনাল অ্যারো ব্যবহার করে স্ট্রিট ভিউতে ন্যাভিগেট করা যাবে। মাউস এর মাধ্যমে সুবিধামত স্ট্রিট ভিউ ব্যবহার করতে পারবেন।

মোবাইলে গুগল স্ট্রিট ভিউ ব্যবহার করার নিয়ম

অ্যান্ড্রয়েড ও আইফোনে গুগল ম্যাপস এর মাধ্যমে বেশ সহজে স্ট্রিট ভিউ অ্যাকসেস করা যায়। অ্যান্ড্রয়েড ও আইফোনে স্ট্রিট ভিউ ব্যবহার করতেঃ

  • গুগল ম্যাপস অ্যাপে প্রবেশ করুন
  • সার্চ বক্সে পছন্দের এড্রেস টাইপ করুন
  • উক্ত স্থানের স্ট্রিট ভিউ রেকর্ড থাকলে প্লেসের নামের উপরে একটি টার্নওভার আইকনযুক্ত ছবি প্রিভিউ দেখতে পাবেন
  • উক্ত আইকনযুক্ত ছবির প্রিভিউতে ট্যাপ করলে উক্ত স্থানের স্ট্রিট ভিউ দেখতে পাবেন

কিছু স্থানের ক্ষেত্রে এই স্ট্রিট ভিউ থাম্বনাইল খুঁজে নাও পেতে পারেন। আবার কিছু স্থানে স্ট্রিট ভিউ হিসেবে শুধুমাত্র একটি সিন পাওয়া যায়, অর্থাৎ ইচ্ছামত ন্যাভিগেট করার সুযোগ থাকেনা। কোনো স্থানের সম্পূর্ণ স্ট্রিট ভিউ রেকর্ড থাকলে ৩৬০ডিগ্রি স্ট্রিট ভিউ দেখা যায় ও ইচ্ছামত ন্যাভিগেট করা যায়।

স্ট্রিট ভিউ ওপেন হওয়ার পর নিজের ইচ্ছামত যেকোনো দিকে সোয়াইপ করে ভিউ চেঞ্জ করা যাবে। এছাড়া যেকোনো ডিরেকশনে ডাবল ট্যাপ করে উক্ত ডিরেকশনে যাওয়া যাবে। আবার পিঞ্চ এর মাধ্যমে জুম ইন ও জুম আউটও করা যাবে।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন