অ্যান্ড্রয়েড থেকে আইফোনে সুইচ করতে চান কিন্তু হোয়াটসঅ্যাপ এ থাকা গুরুত্বপূর্ণ ডাটার কি হবে সে নিয়ে চিন্তিত? আর চিন্তার কোনো কারণ নেই। এখন থেকে অফিসিয়ালভাবে অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে হোয়াটসঅ্যাপ এ ডাটা ট্রান্সফার করা যাবে।
অবশেষে বহুল প্রতীক্ষিত এই ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে ফিচারটি বেটা স্টেজে থাকলেও আগামী কিছুদিনের মধ্যে সকল ব্যবহারকারীর কাছে এই ফিচার পৌঁছে যাবে যার মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনের হোয়াটসঅ্যাপ ডাটা আইফোনে ট্রান্সফার করা যাবে।
এতোদিন অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে সুইচ করার সময় হোয়াটসঅ্যাপ এর ডাটা নিয়ে ব্যবহারকারীগণ বেশ সমস্যায় পড়তেন। অবশেষে এই সমস্যার সমাধান করলো হোয়াটসঅ্যাপ নিজেই। বিশেষ করে আমাদের দেশে যারা অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে সুইচ করবেন তাদের এই অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোন হোয়াটসঅ্যাপ ডাটা ট্রান্সফার এর ফিচারটি বেশ কাজে আসবে।
অ্যাপল এর Move to iOS অ্যাপ এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ ডাটা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে নেওয়া যাবে, এই অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। নতুন আইফোন বা রিসেট এর পর আইফোন সেটাপ করার সময় এই অপশন পাওয়া যাবে। অ্যাপটি ব্যবহার করতে অ্যান্ড্রয়েড ফোনের ভার্সন কমপক্ষে ৫.০ হতে হবে, অন্যদিকে আইওএস ভার্সন হতে হবে ১৫.৫ বা তার পরের।
উক্ত অ্যাপে কোনো ইউজার নির্দিষ্ট অপশন সিলেক্ট করলে সাপোর্টেড ফরম্যাটে হোয়াটসঅ্যাপ ডাটা প্যাকেজ হিসাবে আইওএস ডিভাইসে চলে আসবে। অ্যাপল বা হোয়াটসঅ্যাপ এই ডাটা দেখতে পাবে না। কেননা এই ডাটা সম্পূর্ণভাবে এনক্রিপটেড থাকবে। ডাটা মুভ করার পর নতুন আইফোনে হোয়াটসঅ্যাপ প্রথমবার ওপেন করলে ইমপোর্ট করা ডাটা অটোমেটিক ডিটেক্ট করবে ও তা ডিক্রিপ্ট করে পূর্ববর্তী চ্যাট রিস্টোর করতে পারবেন। এই ডাটার মধ্যে হোয়াটসঅ্যাপ এর চ্যাট হিস্টোরি, ফটো, ভিডিও, ইত্যাদি অন্তর্ভুক্ত আছে।
পোস্টে উল্লেখিত নিয়ম হোয়াটসঅ্যাপ এর অফিসিয়াল FAQ থেকে সংগ্রহ করা হয়েছে।
হোয়াটসঅ্যাপ এর তথ্যমতে, ট্রান্সফার করা ডাটা ক্লাউড স্টোরেজে যায় না। আবার হোয়াটসঅ্যাপ অ্যাপ ডিলিট না করলে কিংবা ফোন ফরম্যাট না করলে অ্যান্ড্রয়েড ফোনে উক্ত ডাটাগুলো সংরক্ষিত থাকে।
ব্যবহারকারীগণ এই নিয়মে ব্যক্তিগত মেসেজ ট্রান্সফার করতে পারবেন। কিন্তু পিয়ার-টু -পিয়ার পেমেন্ট মেসেজ ও কল হিস্টোরি ট্রান্সফারের কোনো সুযোগ থাকছেনা। এছাড়া অ্যাপল এর Move to iOS অ্যাপ ব্যবহার করে ফ্রি অ্যাপগুলোও অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে ট্রান্সফার করা যাবে।
অ্যান্ড্রয়েডের কোনো ফ্রি অ্যাপ যদি অ্যাপ স্টোরে থাকে, তবে আইফোন সেটাপের সময় এসব অ্যাপ ইন্সটলের সুযোগ পাওয়া যাবে। এসব অ্যাপ সেটাপ এর পর হোমস্ক্রিনে প্রদর্শিত হবে ও অ্যাপ আইকনে ট্যাপ করলে অ্যপ ডাউনলোড সম্পন্ন করা যাবে।
উল্লেখ্য যে আইফোন এর এই হোয়াটসঅ্যাপ ডাটা ইমপোর্ট এর ফিচার শুধুমাত্র আইফোন সেটাপের সময় Move to iOS এর মাধ্যমে ব্যবহার করা যাবে। আপনার আইফোন যদি ইতিমধ্যে সেটাপ করা থাকে, তবে তা আইফোন রিসেট করে পুনরায় সেটাপ স্ক্রিনে প্রবেশ ছাড়া আগের অ্যান্ড্রয়েড ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট আইফোনে আনা সম্ভব নয়। আরো জানতে হোয়াটসঅ্যাপের অফিসিয়াল পেজ দেখতে পারেন। তবে হ্যাঁ, থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেও যেকোনো সময় হোয়াটসঅ্যাপ এ এন্ড্রয়েড থেকে আইফোনে ডাটা স্থানান্তর করা যায়।