মটোরোলা নিয়ে আসলো হালকা-পাতলা ডিজাইনে তৈরি নতুন ফোন। ফোনটির মডেল মটোরোলা এজ ৩০। নতুন এই ডিভাইসটির পুরুত্ব মাত্র ৬.৭৯ মিলিমিটার। ওজন ১৫৫ গ্রাম। এই হ্যান্ডসেটটি এজ ২০ মডেলের উত্তরসূরী। মটোরোলা দাবি করছে এজ ৩০ বিশ্বের সবচেয়ে হালকা-পাতলা ৫জি স্মার্টফোন। আসুন জেনে নিই কি কি থাকছে এই ফোনে।
মটোরোলা এজ ৩০ ফোনে পলিকার্বোনেট ফ্রেম ব্যবহার করেছে মটোরোলা। হয়তো ফোনের ওজন কম রাখার জন্যই কোম্পানির এই সিদ্ধান্ত। ফোন হালকা রাখতে ফোনের পিছনে অ্যাক্রেলিক ফিনিশ দেওয়া হয়েছে।
ফোনটিতে রয়েছে ৬.৫৫ ইঞ্চির পিওলিড ডিসপ্লে। যা এই ফোনকে পাতলা রাখতে সাহায্য করেছে। এর ডিসপ্লের জন্য রয়েছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট, টাচ স্যামপ্লিং রেট দেয়া হয়েছে ৩৬০ হার্জ। যা এই ফোনকে দুর্দান্ত স্ন্যাপি করেছে। ডিসপ্লের মাঝে রয়েছে হোল পাঞ্চ। যেখানে থাকছে সেলফি ক্যামেরা। ডিসপ্লের নিরাপত্তার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস থ্রি প্রটেকশন।
মটোরোলা এজ ৩০ ফোনটি পরিচালনার জন্য দেওয়া হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস চিপসেট। যার ফলে দৈনন্দিন কাজে এই ফোন ব্যবহারের কোন সমস্যা হবে না।
নতুন এই ডিভাইসে থাকছে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। যেটি অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টড।সঙ্গে থাকছে আরও ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। এছাড়াও একটি ২ মেগাপিক্সেলের ডেপ্ত সেন্সর দেওয়া হয়েছে। সেলফি তোলার জন্য এই ফোনের ক্যামেরায় থাকছে একটি ৩২ মেগাপিক্সেলের সেন্সর।
ব্যাকআপের জন্য ৪০২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে।বাজারের অন্যান্য ফোনের থেকে তুলনামূলক কম ক্ষমতার ব্যাটারি থাকলেও এই ফোনের স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো পাওয়া যাবে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার । এছাড়াও ফোনটি অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে।
মটোরোলা এজ ৩০ ফোনটির দাম মোটামুটি সাধ্যের মধ্যেই ৩০ হাজার টাকার নিচে রাখা হয়েছে।