সাশ্রয়ী দামে নতুন ল্যাপটপ আনল ইনফিনিক্স। মডেল ইনফিনিক্স ইনবুক এক্সওয়ান স্লিম। এই ল্যাপটপটির বিশেষত্ব হচ্ছে এতে দ্রুতগতির প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও ডিভাইসটি তুলনামূলকভাবে অনেক পাতলা।
সারাক্ষণ যে সব মানুষ ল্যাপটপ বয়ে নিয়ে চলেন বা চলতে হয় তাদের কথা চিন্তা করে এই ল্যাপটপ এনেছে ইনফিনিক্স। দশম প্রজন্মের কোর আই থ্রি, কোর আই ফাইভ ও কোর আই সেভেন প্রসেসরে ল্যাপটপটিপ পাওয়া যাবে। সঙ্গে থাকছে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২৬ জিবি পর্যন্ত এসএসডি স্টোরেজ।
ইনফিনিক্সের নতুন এই ল্যাপটপে ১৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ল্যাপটপের আইপিএস ডিসপ্লেতে সর্বোচ্চ ৩০০ নিটস ব্রাইটনেস পাওয়া যাবে। সম্প্রতি বিশ্বে হালকা-পাতলা ল্যাপটপের চাহিদা বেড়ে চলেছে। এই চাহিদার কথা মাথায় রেখেই নতুন এই ল্যাপটপ লঞ্চ করল ইনফিনিক্স।
এই ল্যাপটপে একটি ৫০ ওয়াটের ব্যাটারি দিয়েছে ইনফিনিক্স। কোম্পানির দাবি এক চার্জে ৯ ঘণ্টা পর্যন্ত চলবে এই ল্যাপটপ। ল্যাপটপের সঙ্গেই থাকছে ৬৫ ওয়াটের ইউএসবি টাইপ সি পোর্ট ফাস্ট চার্জ সাপোর্ট। মাত্র ৯০ মিনিটে এই ল্যাপটপের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে কোম্পানি দাবি করছে।
ল্যাপটপটি তৈরিতে ব্যবহার হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয়ের তৈরি ধাতব বডি। এই ল্যাপটপের ওজন ১.২৪ কিলোগ্রাম। তুলনামূলক কম ওজনের এই ল্যাপটপ মাত্র ১৪.৮ মিলিমিটার পাতলা। রয়েছে একটি হাই ডেফিনিশন ওয়েব ক্যামেরা ও স্টিরিও স্পিকার। সেখানে থাকছে ডিটিএস প্রযুক্তি সাপোর্ট।
এই ল্যাপটপে রয়েছে স্ট্রোম ১.০ কুলিং কুলিং সিস্টেম। একটানা অনেকক্ষণ গেম খেলার সময় এই ফিচার কাজে লাগবে।ল্যাপটপটিতে রয়েছে দুইটি এইএসবি ৩.০ পোর্ট, দুইটি ইউএসবি টাইপ সি পোর্ট, একটি এইচডিএমআই ১.৪ পোর্ট এবং একটি এসডি কার্ড রিডার স্লট। এছাড়াও এতে হেডফোন জ্যাক আছে।