বাংলাদেশের বাজারে চলে এলো স্টাইলিশ ডিজাইনের স্মার্টফোন রিয়েলমি নারজো ৫০এ প্রাইম। চলুন জেনে নিই এই আকর্ষণীয় ফোনটির স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে।
আইফোন এর বদৌলতে বক্স টাইপের ডিজাইন এবার বাজেট রেঞ্জের ফোনগুলোতে চলে এসেছে। রিয়েলমি নারজো ৫০এ প্রাইম ফোনটির ডিজাইন বক্স টাইপের, যা দেখতে বেশ আকর্ষণীয় লাগে। ফোনের ব্যাকে থাকছে ক্যামেরা কাটআউট। পাওয়ার বাটনে ফিংগারপ্রিন্ট সেন্সর এমবেডেড রয়েছে।
রিয়েলমি নারজো ৫০এ প্রাইম এর ফ্রন্টে রয়েছে নচ ডিসপ্লে। রিয়েলমি নারজো ৫০এ প্রাইম এর ডিসপ্লে প্যানেলটি ৬.৬ইঞ্চির ফুল এইচডি এলসিডি স্ক্রিন। তবে এখানে কোনো ধরনের হাই রিফ্রেশ রেট থাকছেনা, যা এই দামের প্রায় সকল ফোনেই রয়েছে। অর্থাৎ ফোনের ডিজাইন অসাধারণ হলেও ডিসপ্লে কিছুটা হতাশ করবে অনেক ব্যবহারকারীকে।
রিয়েলমি নারজো ৫০এ প্রাইম ফোনটির ব্যাকে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটাপ। ৫০মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি ২মেগাপিক্সেল ম্যাক্রো ও B&W সেন্সর রয়েছে। অর্থাৎ এখানে কোনো ধরনের আলট্রাওয়াইড ক্যামেরা থাকছেনা। ফোনের ফ্রন্টে রয়েছে ৮মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা।
রিয়েলমি নারজো ৫০এ প্রাইম ফোনটিতে ইউনিসক এর টাইগার টি৬১২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরটি হেলিও জি৮০ প্রসেসর এর সাথে তুলনাযোগ্য প্রায় অনেক দিক দিয়ে, তবে গেমিং পারফরম্যান্সে এই প্রসেসর হেলিও জি৮০ এর চেয়ে অনেক পিছিয়ে থাকবে। ৪জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে রিয়েলমি নারজো ৫০এ প্রাইম ফোনটি।
বলে রাখা ভালো যে রিয়েলমি নারজো ৫০এ প্রাইম ফোনটিতে থাকা ইউনিসক টি৬১২ কোনো গেমিং প্রসেসর নয়। তাই এই ফোনে গেমিং এর অভিজ্ঞতা তেমন সুবিধার হবেনা। তবে সাধারণ ব্যবহার ও ব্যাটারি ব্যাকাপের বেলায় ফোনটি ভালোই চলবে।
রিয়েলমি নারজো ৫০এ প্রাইম ফোনটিতে ৫০০০মিলিএম্প এর ব্যাটারি রয়েছে। ফোনের বক্সেই পেয়ে যাবেন ১৮ওয়াট এর চার্জার।
রিয়েলমি নারজো ৫০এ প্রাইম ফোনটি শুধুমাত্র ৪জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ এর একটিমাত্র ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। রিয়েলমি নারজো ৫০এ প্রাইম এর দাম বাংলাদেশী টাকায় ১৬,৯৯৯টাকা।
একনজরে রিয়েলমি নারজো ৫০এ প্রাইম এর সকল ফিচার