জাতীয় রাজস্ব বোর্ডের কাছে প্রথমবারের মত সরাসরি প্রায় ২ কোটি ৪৪ লাখ টাকার মূল্য সংযোজন কর (ভ্যাট) দিয়েছে ফেইসবুক। ভ্যাট নিবন্ধন নেয়ার পর এটাই সামাজিক মিডিয়াটির প্রথম ভ্যাট দেয়া। ২০২১ সালের জুন মাসের ভ্যাট হিসেবে ফেইসবুক এই অর্থ পরিশোধ করেছে। এনবিআর গণমাধ্যমকে জানায়, বিদেশী প্রতিষ্ঠান হিসেবে তিন নামে ভ্যাট নিবন্ধন নিয়েছিলো ফেইসবুক।
পরিশোধিত ভ্যাটের মধ্যে রয়েছে, ফেইসবুক আয়ারল্যান্ড লিমিটেডের নামে ২ কোটি ৪৩ লাখ ২৭ হাজার ৫৯৯ টাকা, ফেইসবুক পেমেন্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে ২৪ হাজার ৭০ টাকা এবং ফেইসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেডের নামে ২৫ হাজার ৬ টাকা । চলতি বছরের ১৩ জুন সরাসরি ভ্যাট নিবন্ধন নেয় ফেইসবুক।