দারুণ ক্যামেরা নিয়ে বাজারে এলো রিয়েলমি ৯ প্রো সিরিজ

দেশের বাজারে চলে এলো রিয়েলমি ৯ প্রো সিরিজ। রিয়েলমি ৯ প্রো ও রিয়েলমি ৯ প্রো প্লাস, এই দুইটি ডিভাইস থাকছে রিয়েলমি ৯ প্রো সিরিজে। চলুন জেনে নিই রিয়েলমি ৯ প্রো সিরিজের ফোন দুইটি সম্পর্কে।

রিয়েলমি ৯ প্রো

রিয়েলমি ৮ প্রো এর সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে রিয়েলমি ৯ প্রো ফোনটি বাজারে এসেছে। ১২০হার্জ রিফ্রেশ রেট, ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপের মত ফিচার নিয়ে বাজারে এসেছে রিয়েলমি ৯ প্রো ফোনটি।

ফোনটি একটি ৫জি ফোন। ফোনটির ৬.৬ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লেতে ১২০হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে। ফোনটির পাওয়ার বাটনে এর ফিংগারপ্রিন্ট সেন্সর প্রদান করা হয়েছে।

রিয়েলমি ৯ প্রো ফোনটিতে ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ রয়েছে। ৬৪মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি ফোনটিতে রয়েছে ৮মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর ও ২মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। এছাড়া ফোনের ফ্রন্টে রয়েছে  ১৬মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা।

রিয়েলমি ৯ প্রো ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। এই চিপসেট ৫জি সাপোর্ট করলেও পারফরম্যান্সের দিক দিয়ে এই দামে এই চিপসেট কোনোমতেই মানানসই নয়। ৮জিবি RAM ও ১২৮জিবি স্টোরেজে পাওয়া যাবে ফোনটিতে।

রিয়েলমি ৯ প্রো ফোনটিতে ৫০০০মিলিএম্প এর ব্যাটারি রয়েছে। ফোনের বক্সে পেয়ে যাবেন ৩৩ওয়াট এর ফাস্ট চার্জার যা দ্বারা বেশ দ্রুত ফোন চার্জ করা যাবে অল্প সময়ের মধ্যে।

রিয়েলমি ৯ প্রো ফোনটি শুধুমাত্র ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে দেশের বাজারে পাওয়া যাবে। রিয়েলমি ৯ প্রো ফোনটির দাম বাংলাদেশী টাকায় ৩১,৯৯০টাকা।

রিয়েলমি ৯ প্রো এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৬ইঞ্চি, ১২০হার্জ
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
  • চার্জিংঃ ৩৩ওয়াট
  • দামঃ ৩১,৯৯০টাকা

রিয়েলমি ৯ প্রো প্লাস

এবার কথা বলা যাক রিয়েলমি ৯ প্রো সিরিজের মূল আকর্ষণ রিয়েলমি ৯ প্রো প্লাস সম্পর্কে। এই ফোনটিতে ফ্ল্যাগশিপ গ্রেড ক্যামেরা আছে বলে দাবি করছে রিয়েলমি। রিয়েলমি ৯ প্রো প্লাস ফোনটির মূল আকর্ষণ হলো এর ক্যামেরা, ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট ও ৬০ওয়াট ফাস্ট চার্জার।

রিয়েলমি ৯ প্রো প্লাস ফোনটিতে ৬.৪ইঞ্চি সুপার অ্যামোলেড পাঞ্চ-হোল ডিসপ্লে থাকছে, যাতে রয়েছে ফুলএইচডি+ রেজ্যুলেশন, ৯০হার্জ রিফ্রেশ রেট ও এইচডি১০+ এর মত ফিচার।

চলুন জানি রিয়েলমি ৯ প্রো প্লাস এর মূল আকর্ষণ এর ক্যামেরা সম্পর্কে। রিয়েলমি ৯ প্রো প্লাস ফোনটিতে ৫০মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ রয়েছে। ৫০মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি ফোনটিতে রয়েছে ৮মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর ও ২মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। প্রোলাইট ইমেইজ টেকনোলজি, স্ট্রিট ফটোগ্রাফি মোড ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনের মত বিভিন্ন ফিচার রয়েছে রিয়েলমি ৯ প্রো প্লাস ফোনটির ক্যামেরাতে। তাছাড়া ফোনের ফ্রন্টে ১৬মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা তো রয়েছেই।

রিয়েলমি ৯ প্রো প্লাস ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ ৫জি প্রসেসর থাকছে। ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ এর একটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি। রিয়েলমি ৯ প্রো প্লাস ফোনটিতে ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর রয়েছে যা দ্বারা আবার হার্ট রেটও মনিটর করা যায়। অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩ দ্বারা চলবে রিয়েলমি ৯ প্রো প্লাস ফোনটি।

রিয়েলমি ৯ প্রো প্লাস ফোনটিতে রয়েছে ৪৫০০মিলি এম্পিয়ার এর ব্যাটারী। ফোনের বক্সে পেয়ে যাবেন ৬০ওয়াট ফাস্ট চার্জার যা দ্বারা ফোনটি শূন্য থেকে ১০০% চার্জ করতে সময় লাগবে মাত্র ৪৪মিনিট।

রিয়েলমি ৯ প্রো প্লাস ফোনটি শুধুমাত্র ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ এর একটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। রিয়েলমি ৯ প্রো প্লাস এর দাম দেশের বাজারে ৩৯,৯৯০টাকা।

রিয়েলমি ৯ প্রো প্লাস এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৪ইঞ্চি, ৯০হার্জ
  • প্রসেসরঃ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ ৫জি
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প
  • চার্জিংঃ ৬০ওয়াট
  • দামঃ ৩৯,৯৯০টাকা

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন