ধরুন আপনি সম্প্রতি আইফোন এর পাসকোড পরিবর্তন করেছেন, কিন্তু আপনি সে পাসকোড মনে করতে পারছেন না। এমন অবস্থায় লক থাকা আইফোন আনলক করার একাধিক কার্যকরী উপায় রয়েছে। অধিকাংশ সময়ে নিজের দোষে ফোন লক হয়ে গেলেও হতে পারে অন্য কেউ আপনার অজান্তে আপনার আইফোন লক করে ফেলেছে।
আজ আমরা জানবো পাসকোড ভুলে গেলে বা পাসকোড ছাড়াই কিভাবে আইফোন আনলক করা যায়ব সে সম্পর্কে।
তার আগে জেনে নিই যেসব ক্ষেত্রে পাসকোড ছাড়া আইফোন আনলক করার প্রয়োজন পড়তে পারে সেসব পরিস্থিতি সম্পর্কেঃ
অনেকে টাচ আইডি বা ফেস আইডি ব্যবহার করেন, যার কারণে আইফোন এর পাসকোড তাদের মনে থাকে না। সেক্ষেত্রেও পাসকোড রিসেট করতে হতে পারে।
আইফোন আনলক করতে না পারা বেশ বিরক্তিকর বিষয় হতে পারে৷ আপনার আইফোন এর পাসকোড ভুলে যাওয়ার কারণে। যদি আনলক করতে না পারেন, তবে নিচে উল্লেখিত নিয়মগুলো অনুসরণ করুন। উল্লেখ্য যে উল্লেখিত নিয়মসমূহ অনুসরণ করে আইফোন আনলক করার ক্ষেত্রে ফোন রিসেট হয়ে যাবে। তাই নিয়মিত আইক্লাউডে আপনার গুরুত্বপূর্ণ ডাটা ব্যাকাপ নিয়ে রাখার চেষ্টা করুন।
আইটিউনস ব্যবহার করে পাসকোড ছাড়া আইফোন আনলক করতে পারবেন ম্যাক ওএস ক্যাটালিনা বা এর পরের ভার্সন ব্যবহার করে আইটিউন্স দ্বারা আইফোন আনলক সম্ভব নয়। তবে এর আগের অপারেটিং সিস্টেম চালিত ম্যাক বা উইন্ডোজ কম্পিউটারে আইটিউনস ব্যবহার করে আইফোন আনলক করা যাবে। আইটিউনস ব্যবহার করে আইফোন আনলক করতেঃ
ম্যাকওএস ক্যাটালিনা বা নতুন ভার্সন যারা ব্যবহার করছেন তারা ফাইন্ডার ব্যবহার করে আইফোন আনলক করতে পারবেন। ফাইন্ডার ব্যবহার করে আইফোন আনলক করতেঃ
পাসকোড ছাড়া আইফোন আনলক করার আরেকটি উপায় হতে পারে অ্যাপল এর ফাইন্ড মাই ফিচার। ফাইন্ড মাই অ্যাপের অনেক সুবিধার মধ্যে একটি হলো ফোন পাসকোড ছাড়া আনলক করার সুবিধা। আইফোন এর পাসকোড ভুলে গেলে ফাইন্ড মাই দ্বারা তা রিসেট করতে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করুন।
উল্লেখ্য যে থার্ড-পার্টি অ্যাপস ব্যবহার করে আইফোন পাসকোড ছাড়া আনলক করার চেষ্টা থেকে দূরে থাকাই ভালো। যেহেতু অ্যাপল আপনাকে পাসকোড ছাড়া আইফোন আনলক এর একাধিক উপায় প্রদান করছে, তাই একই কাজে থার্ড-পার্টি সফটওয়্যার ব্যবহার করা ঠিক হবে না।