যেভাবে কিনবেন গ্রামীণফোনের মেয়াদহীন ইন্টারনেট প্যাক

গ্রামীণফোন এর ৩৮৪৪দিন মেয়াদের দুইটি প্যাক নিয়ে সম্প্রতি বেশ আলাপ আলোচনা হচ্ছে। ১০বছর মেয়াদের এই প্যাক দুইটির মধ্যে একটি ১৫জিবি ও আরেকটি ৪০জিবি  ১০ বছর মেয়াদ হওয়ায় এই প্যাক দুটিকে গ্রামীণফোনের মেয়াদহীন বা আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাক বলা যায়।

প্যাক দুইটি কেনা যাবে মাইজিপি অ্যাপ থেকে, রিচার্জ এর মাধ্যমে, কিংবা কোড ডায়াল করে।  চলুন জেনে নেওয়া যাক গ্রামীণফোনের ১০ বছর মেয়াদী বা কার্যত মেয়াদহীন ইন্টারনেট প্যাক দুটি কেনার নিয়ম।

১ম প্যাকঃ ৪০ জিবি ইন্টারনেট ১০ বছর মেয়াদে

৪০জিবি ইন্টারনেট এর মেয়াদ ৩৮৪৪দিন, এই ইন্টারনেট প্যাক কিনলে সর্বোচ্চ মেয়াদ থাকবে ২০৩৩ সালের ফ্রেব্রুয়ারি মাস পর্যন্ত। ৩৮৪৪দিন মেয়াদের ৪০জিবি ইন্টারনেট এর দাম ১১৯৯টাকা।

৪০জিবি ইন্টারনেট কেনা যাবে তিনটি আলাদা পদ্ধতিতে। ১০বছর মেয়াদের ৪০জিবি ইন্টারনেট কেনার পদ্ধতিসমূহ হলোঃ

  • মাইজিপি অ্যাপঃ মাইজিপি অ্যাপের ইন্টারনেট সেকশন থেকে ১০বছর মেয়াদের ৪০জিবি ইন্টারনেট কিনতে পারবেন
  • ইউএসএসডি কোডঃ ৩৮৪৪দিনের জন্য ৪০জিবি ইন্টারনেট কেনার কোড *121*3018#, এই কোড ডায়াল করে ১১৯৯ টাকায় ৪০জিবি ইন্টারনেট কিনতে পারবেন
  • রিচার্জঃ সরাসরি ১১৯৯ টাকা রিচার্জ করলেও পেয়ে যাবেন ৩৮৪৪দিন মেয়াদের ৪০জিবি ইন্টারনেট।

২য় প্যাকঃ ১৫জিবি ইন্টারনেট ১০বছর মেয়াদে

৩৮৪৪দিন মেয়াদের ১৫জিবি ইন্টারনেট প্যাক কিনলে সর্বোচ্চ ২০৩৩সালের ফ্রেব্রুয়ারি মাস পর্যন্ত মেয়াদ থাকবে। ৩৮৪৪দিন মেয়াদের ১৫জিবি ইন্টারনেট এর দাম ৫৪৯টাকা।

১৫জিবি ইন্টারনেটও  কেনা যাবে তিনটি আলাদা পদ্ধতিতে। ১০বছর মেয়াদের ১৫জিবি ইন্টারনেট কেনার উপায়সমূহ নিচে দেওয়া হলোঃ

  • মাই জিপি অ্যাপঃ মাইজিপি অ্যাপের ইন্টারনেট সেকশন থেকে ১০বছর মেয়াদের ১৫জিবি ইন্টারনেট কেনা যাবে।
  • ইউএসএসডি কোডঃ ৩৮৪৪ দিনের জন্য ১৫জিবি ইন্টারনেট কেনার কোড *121*3088#, এই কোড ডায়াল করে ১১৯৯টাকায় ১৫জিবি ইন্টারনেট কিনতে পারবেন।
  • রিচার্জঃ ৫৪৯টাকা মোবাইল রিচার্জ করেও ৩৮৪৪দিন মেয়াদের ১৫জিবি ইন্টারনেট প্যাক কেনা যাবে।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল গ্রামীণফোন গ্রাহক এই প্যাক দুইটি কিনতে পারবেন। মনে রাখবেন, প্যাক দুইটির সাধারণ মেয়াদ ৩৮৪৪দিন হলেও আসলে কিন্তু ২০৩৩সালের ফেব্রুয়ারির নির্দিষ্ট তারিখ পর্যন্ত এই প্যাক কার্যকর থাকবে। অর্থাৎ এই ইন্টারনেট প্যাক উক্ত সময়ের পর মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে।

যারা বাইরে গেলে মাঝেমধ্যে ব্যবহারের জন্য ইন্টারনেট প্যাক খুঁজেন গ্রামীণফোন এর এই প্রায় আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক য়াপনাদের বেশ কাজে লাগতে পারে।  একবার কিনে রাখলে মেয়াদ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। যেটা আগে করতে হতো, কারণ তখন সর্বোচ্চ ১ মাস মেয়াদের ন্টারনেট প্যাক ছিল।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন