একসঙ্গে দুটি ডিভাইসে যুক্ত করা যাবে রিয়েলমির নতুন ইয়ারবাড

জনপ্রিয় স্মার্ট ডিভাইস সংস্থা রিয়েলমি নিয়ে এলো তাদের নতুন ইয়ারবাড। রিয়েলমি বাডস এয়ার ৩এস নামের এই রিয়েলমি ইয়ারবাডসে একই সঙ্গে দুটি ডিভাইস যুক্ত করা যাবে। আসুন জেনে নিই রিয়েলমির নতুন এই ইয়ারবাডসে আর কি কি থাকছে সে সম্পর্কে।

এতে আছে ১১ মিলিমিটার লিকিউড সিলিকন ট্রিপল টাইটানিয়াম বাস ড্রাইভার্স।  এই রিয়েলমি ইয়ারবাডসে রয়েছে ব্লুটুথ ভি ৫.৩ কানেক্টিভিটি। আছে টাচ কন্ট্রোল ফিচার। এছাড়াও থাকছে ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম সাপোর্ট। হাই কোয়ালিটি সারাউন্ড সাউন্ড পাওয়ার জন্য থাকছে কাস্টোমাইজেবল ইকিউ টিউনিং ফিচার। এর সঙ্গে পাওয়া যাবে হাই কোয়ালিটি অডিও ফিচার সাপোর্টও।

নয়েজ রিডাকশন সাপোর্টেরজন্য ৪টি মাইক্রোফোন থাকছে এই ইয়ারবাডটিতে। নয়েজ ক্যান্সেলিং অ্যালগোরিথমের সাপোর্ট পাওয়া যাবে এই ইয়ারবাডসে। আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমাতে এই ফিচার কাজে লাগে। বৃষ্টি কিংবা ঘামে কিছুই হবে না ইয়ারবাডটির। ইয়ারফোনটি একটি IPX5 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।

রিয়েলমির এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডটি একবার পুরো চার্জ হতে সময় লাগবে প্রায় এক ঘণ্টা। একবার ফুল চার্জ করলে ৩০ ঘণ্টা পর্যন্ত চলবে  এই ইয়ারবাডস। এছাড়া মাত্র ১০ মিনিটের চার্জে ৫ ঘণ্টার ব্যাটারি লাইফ পাওয়া যাবে ।

ভারতে রিয়েলমির এই নতুন ইয়ারফোনের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৯৯ টাকা। বাংলাদেশি মুদ্রায় যা পাবেন মাত্র ২ হাজার ৯০০ টাকায়। কালো এবং সাদা, এই দুই রঙের  ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ইয়ারবাডটি। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ইয়ারফোন কেনা যাবে।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন