চারটি বেশি স্টোরেজের স্মার্টফোন

স্মার্টফোন কেনায় মানুষের অন্যতম চাহিদার জায়গাটি হয় স্টোরেজ সুবিধা ও ব্যাটারি পাওয়ার। আর চাহিদার সঙ্গে তাল মিলিয়ে স্মার্টফোন কোম্পানিগুলোও এখন বাজারে আনছে ক্রয়সীমার মধ্যে বড় স্টোরেজের বিভিন্ন স্মার্টফোন। তাহলে আসুন দেখে নেওয়া যাক এই সময়ে বাজারে থাকা বেশি স্টোরেজের চারটি স্মার্টফোন সম্পর্কে।

স্যামসাং এ৭২: শক্তিশালী ব্যাটারি ও তুলনামূলক উন্নত চার্জিং প্রযুক্তি থাকার কারণে স্যামসাং এ৭২ স্মার্টফোনটি বাজারে এসেই বেশ সাড়া ফেলেছিলো। স্যামসাং এ৭২ এর ব্যাটারিটি ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) সক্ষমতার। এছাড়া ২৫ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে এই স্মার্টফোনটিতে। এর র‌্যাম ৬ জিবি এবং রম ২৫৬ জিবি।

স্যামসাং এ৭২’তে একটি ফ্রন্ট ও চারটি রিয়ার ক্যামেরা রয়েছে। স্মার্টফোনটির রিয়ার ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজার(ওআইএস) প্রযুক্তি যুক্ত করেছে স্যামসাং। এছাড়া ৪কে মানের ভিডিওগ্রাফির সক্ষমতাও রয়েছে স্যামসাং এ৭২ স্মার্টফোনে। বাংলাদেশে স্মার্টফোনটির মূল্য ৪৫ হাজার ৯৯৯ টাকা।

ভিভো ভি২১: স্মার্টফোন বাজারে সাম্প্রতিক আসা স্মার্টফোন ভিভো ভি২১।  জুন মাসে দেশের বাজারে আসে স্মার্টফোনটি। ভিভো ভি২১ এর সবচেয়ে বড় আকর্ষণ এর ফ্রন্ট ক্যামেরায় ওআইএস প্রযুক্তি। বর্তমানে বাজারে অল্প কয়েকটি স্মার্টফোনে রিয়ার ক্যামেরায় ওআইএস প্রযুক্তি রয়েছে। তবে ফ্রন্ট ক্যামেরায় ওআইএস নিয়ে আসা একমাত্র স্মার্টফোন ভিভো ভি২১।

এছাড়া আরও একটি কারণে বাজারে তুমুল সাড়া ফেলে ভিভো ভি২১। সেটি হলো, এর বর্ধনযোগ্য র‌্যাম। ভিভো ভি২১ এর র‌্যাম ৮ জিবি এবং রম ১২৮ জিবি। তবে ব্যবহারকারীরা চাইলেই রম থেকে ৩ জিবি নিয়ে র‌্যাম হিসেবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ প্রয়োজনে ব্যবহারকারীরা ১১ জিবি র‌্যামও ব্যবহার করতে পারবেন।

৪০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে স্মার্টফোনটিতে রয়েছে ৩৩ ওয়াট এর ফাস্ট চার্জিং প্রযুক্তি। যার ফলে দীর্ঘস্থায়ী ব্যাটারি অভিজ্ঞতা পাবেন ভিভো ভি২১ ব্যবহারকারীরা। স্মার্টফোনটির সামনে ৪৪ মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা রয়েছে। এছাড়া ওআইএসসহ ফোনটির পেছনে রয়েছে তিনটি রিয়ার ক্যামেরা। ভিভো ভি২১ এর বাজারমূল্য ৩২ হাজার ৯৯০ টাকা।

হুয়াওয়ে নোভা ৮এসই : এই স্মার্টফোনটিতেও রয়েছে ৮জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম । অসাধারণ ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকলেও হুয়াওয়ে নোভা ৮এসই এর ব্যাটারি সাইজ ছোটো। হুয়াওয়ে নোভা ৮এসই এর ব্যাটারিটি ৩৮০০ এমএএইচ সক্ষমতার। আর এতে রয়েছে ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। স্মার্টফোনটির সামনে একটি এবং পেছনে চারটি ক্যামেরা রয়েছে। পেছনের মেইন ক্যামেরাটি ৬৪ এমপির এবং ফ্রন্ট ক্যামেরাটি ১৬ এমপির। হুয়াওয়ে নোভা ৮এসই এর বাজার মূল্য ৩৩ হাজার টাকা।

অপো রেনো ৫: রেনো ৫ স্মার্টফোনেও ভিভো ভি২১ এর মতো অটো ফোকাস প্রযুক্তি ব্যবহার করেছে অপো। ৪২২০ এমএএইচ ব্যাটারির সঙ্গে স্মার্টফোনটিতে রয়েছে ৫০ ওয়াটের ফ্ল্যাশ চার্জার। অপো রেনো ৫ এর র‌্যাম ৮ জিবি এবং রম ১২৮ জিবি।স্মার্টফোনটির সামনে রয়েছে ৪৪ এমপির ফ্রন্ট ক্যামেরা। এছাড়া পেছনে রয়েছে ৪টি রিয়ার ক্যামেরা যেখানে, মেইন ক্যামেরাটি ৬৪ এমপির। বাজারে অপো রেনো ৫ এর মূল্য ৩২ হাজার ৯৯০ টাকা।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন