নিরাপত্তা বৃদ্ধি করতে আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটারে বিভিন্ন রেস্ট্রিকশেন প্রদান করে লকডাউন মোড। চলুন জেনে নিই লকডাউন মোড কী, এটা কী কাজে ব্যবহার করা যেতে পারে, কেনো ব্যবহার করবেন, লকডাউন মোড এর অসুবিধা, কিভাবে চালু করবেন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত।
অ্যাপল এর ভাষ্যমতে কোনো ধরনের স্পাইওয়্যার দ্বারা হাইলি টার্গেটেড এটাক এর ঝুঁকিতে থাকলে ব্যবহারকারীগণ লকডাউন মোড ব্যবহার করতে পারেন। এই ফিচারটি মূলত ছোট অংকের কিছু মানুষের কথা ভেবে তৈরি করা হয়েছে। তবে যেকেউ চাইলে এই ফিচার ব্যবহার করতে পারবেন।
এই ধরনের এক্সট্রিম প্রটেকশন মূলত স্পাইওয়্যার দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন এমন ব্যক্তিদের কাজে আসবে। লকডাউন মোড এর ফিচারগুলো হলো-
উল্লেখিত ফিচারগুলো লকডাউন মোড এর প্রাথমিক ফিচার বলে জানিয়েছে অ্যাপল, তার মানে হলো আগামী দিনগুলোতে আরো নতুন নতুন ফিচার যোগ হবে এই লকডাউন মোডে।
আইওএস ১৬, আইপ্যাডওএস ১৬ ও ম্যাকওএস Ventura চালিত সকল ডিভাইসে আপনি লকডাউন মোড ফিচারটি পেয়ে যাবে। এর মানে হলো সেকেন্ড জেনারেশন আইফোন এসই ও এর পরের মুক্তি পাওয়া আইফোন, পঞ্চম জেনারেশন আইপ্যাড ও আইপ্যাড মিনি, তৃতীয় জেনারেশন আইপ্যাড এয়ার ও আইপ্যাড প্রো এর সকল মডেলে এই ফিচার পাওয়া যাবে।
লকডাউন মোড ব্যবহার করতে চাইলে আপনার ডিভাইসের Software Update অপশনে প্রবেশ করে আইফোন, আইপ্যাড বা ম্যাক আপডেট করতে হবে। তবে আপনার কাছে যদি আগের জেনারেশনের ডিভাইস থাকে, তাহলে এই ফিচারটি পাবেন না।
আপনি যে ডিভাইস ব্যবহার করুন না কেনো, লকডাউন মোড চালু করা বেশ সহজ। আইফোনে লকডাউন মোড চালু করার নিয়মঃ
এবার লকডাউন মোড এর কারণে যেসব ফিচার ব্যবহার করতে পারবেন না, তার একটি তালিকা পপ–আপ হিসেবে দেখানো হবে। এবার Turn on Lockdown Mode বাটনে ট্যাপ করুন ও এরপর Turn on & Restart অপশনে ট্যাপ করে কনফার্ম করুন। এতে করে ফোন রিস্টার্ট হবে এবং লকডাউন মোড চালু হয়ে যাবে।
ম্যাক কম্পিউটারেও প্রায় একইভাবে লকডাউন মোড চালু করা যাবে। System Settings > Privacy & Security এ প্রবেশ করে Lockdown Mode ও এরপর Turn On অপশনে ট্যাপ করলেই ডিভাইস রিস্টার্ট হবে এবং লকডাউন মোড চালু হয়ে যাবে।
আইফোন, আইপ্যাড বা ম্যাক রিস্টার্ট হওয়ার পর লকডাউন মোড চালু হয়ে যাবে। এছাড়া প্রয়োজনে আবার Privacy & Security মেন্যুতে প্রবেশ করে লকডাউন মোড বন্ধ করা যাবে।
লকডাউন মোড মূলত অ্যাপল ডিভাইসকে জিরো-ডে এক্সপ্লয়েট থেকে রক্ষা করে। আর এই ফিচার ব্যবহার করলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন সকল ফিচার বন্ধ হয়ে যায়।
তবে অধিকাংশ মানুষের তেমন একটা কাজে আসবেনা এই লকডাউন মোড। যেমনটা অ্যাপল বলেছে, নিরাপত্তা ঝুঁকিতে আছে এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরই এই ফিচার কাজে আসবে। তবে সকল অ্যাপল ডিভাইস ব্যবহারকারীগণ চাইলে এই ফিচারের সাহায্যে এক্সট্রিম লেভেলের সিকিউরিটি নিশ্চিত করতে পারেন।
বলে রাখা ভালো এখনো পর্যন্ত শুধুমাত্র আইওএস ১৬ চালিত ডিভাইসে লকডাউন মোড ফিচারটি রয়েছে। শীঘ্রই আইপ্যাড ওএস এবং ম্যাকওএস Ventura এই আপডেট পৌঁছে যাবে।