নোংরামীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে গুগল। এরই অংশ হিসেবে অনুপযক্ত কনটেন্ট নীতিমালার পরিবর্তন আনছে। ফলে নোংরামী ছড়ানো অসামাজিক সম্পর্ক তৈরির এপগুলো নিষিদ্ধ হতে যাচ্ছে গুগলের প্লে স্টোর থেকে।
গুগল জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে ‘সুগার ডেডি’ ও এ ধরনের রিলেশনশিপ এপগুলো নিষিদ্ধ হতে যাচ্ছে প্লে স্টোরে। এসব এপের মাধ্যমে ধন্যাঢ্য বয়স্ক ব্যক্তিরা তাদের পছন্দসই কম বয়সী সঙ্গী খুঁজে নিতেন অর্থের বিনিময়ে। এর আগে গত এপ্রিলে, এ ধরনের এপগুলো ব্যবহারকারীদের কী ধরনের তথ্য এপের ম্যাধমে সংগ্রহ করে, তার সঠিক তথ্য গুগলকে জানানোর শর্ত দেয়া হয়।
প্লে স্টোরে সুগার ডেডি পরিচিতির বহু অ্যাপ আছে যেগুলো লাখ লাখ ব্যবহারকারী ইনস্টল করেছেন। আবার এসব এপের মধ্যে এমনও অনেক এপ আছে, যেগুলো মূলত সুগার ডেডির নাম করে মূলত যৌন ব্যবসা চালিয়ে যাচ্ছে। এসব এপ বা অনলাইন সেবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রেও আইনী কড়াকড়ি জারি করা হয়েছে।