খুব পুরনো অ্যানড্রয়েড ডিভাইসে এবার লগ ইন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল গুগল। সম্প্রতি গ্রাহকদের ইমেলের মাধ্যমে টেক জায়েন্ট কোম্পানিটি জানিয়েছে অ্যানড্রয়েড ভার্সন ২.৩.৭ অথবা কম ভার্সনের অ্যানড্রয়েড ডিভাইসে আর গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন ইন করা যাবে না। অ্যানড্রয়েড ফোনে গুগল সার্ভিস ব্যবহার করতে এবার থেকে ফোনে অন্তত অ্যানড্রয়েড ভার্সন ৩.০ বাধ্যতামূলক বলে জানিয়েছে মার্কিন এই কোম্পানিটি।
ইমেলে গুগল জানিয়েছে, “অ্যানড্রয়েড ২.৩.৭ অথবা কম ভার্সনের অ্যানড্রয়েড ডিভাইসে আর গুগল অ্যাকাউন্টে লগ ইন করা যাবে না। ২৭ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়মটি কার্যকর হবে। এর মধ্যে রয়েছে অ্যানড্রয়েড ভার্সান ১.০, ১.১, ১.৫ কাপকেক, ১.৬ ডোনাট, ২.০ এক্লেয়ার, ২.২ ফ্রোয়ো ও ২.৩ জিঞ্জারব্রেড।”