প্রায় সকলেই প্রতিদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। হোয়াটসঅ্যাপে প্রতিদিনই এমন কিছু অপ্রয়োজনীয় মেসেজ আসতে থাকে যেগুলো আমাদের একেবারেই প্রয়োজন হয় না। কিন্তু নতুন মেসেজের কারণেই সেই চ্যাট সবার উপরে চলে আসে। এর ফলেই কাজের সময় প্রয়োজনীয় চ্যাট খুঁজতে সময় লেগে যায়। এই আর সমস্যা থেকে মুক্তি দিতেই নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে হোয়াটসঅ্যাপ।
এবার থেকে হোয়াটসঅ্যাপ আর্কাইভড চ্যাটে নতুন মেসেজ এলেও তা আর্কাইভ ফোল্ডারের মধ্যেই থাকবে। এতদিন কোনো চ্যাট আর্কাইভ ফোল্ডারে পাঠালেও এই চ্যাটে নতুন মেসেজ এলে তা ফের বাইরে সবার উপরে হাজির হতো। নতুন ফিচারে সেই ঝামেলা থেকে মুক্তি মিলবে।
ধরুন আপনার প্রতিবেশী আপনাকে নিয়মিত সুপ্রভাত ও শুভ রাত্রি মেসেজ পাঠান। কিন্তু এই অপ্রয়োজনীয় চ্যাটটি আপনি চোখের সামনে থেকে সরিয়ে রাখতে চান। সেক্ষেত্রে আপনি এই চ্যাট আর্কাইভড ফোল্ডারে পাঠিয়ে দিন। এর পরে আপনাকে প্রতিবেশী মেসেজ পাঠালে তা আর আপনার চ্যাটের তালিকায় সবার উপরে উঠে আসবে না। সব সময় আর্কাইভ ফোল্ডারেই থাকবে।
কোনো চ্যাটকে আর্কাইভ ফোল্ডারে পাঠাতে সেই চ্যাট ওপেন করে ডান দিকে উপরে থ্রি ডট মেনু সিলেক্ট করুন। এবার আর্কাইভ অপশন সিলেক্ট করুন।
কিন্তু নতুন এই ফিচার আপনি চাইলে বন্ধ ও করে দিতে পারেন। এই জন্য আপনাকে আর্কাইভ ফোল্ডার ওপেন করতে হবে। এর পরে ডান দিকে উপরে থ্রি ডট মেনু সিলেক্ট করে আর্কাইভ সেটিংস সিলেক্ট করুন। সব শেষে “কিপ চ্যাট আর্কাইভড” অপশন এ গিয়ে তা বন্ধ করে দিন।