এন্ড্রয়েড ফোনের জন্য বেস্ট ফটো ইডিটর অ্যাপ

আসসালামুআলাইকুম বন্ধুরা। আশা করি সকলে ভালো আছেন। আমাদের জীবনে কম–বেশি সকলেরই ফটো ইডিটর অ্যাপ এর প্রয়োজন হয়। কিন্তু আমরা অনেকেই ভালো ফটো ইডিটর অ্যাপ খুজে পাই না। আজকে আমি আপনাদের জন্য ৫ টি বেস্ট এন্ড্রয়েড ফটো ইডিটর অ্যাপ নিয়ে এসেছি।

এখানে যে অ্যাপস গুলো আলোচনা করব সেগুলো আপনি সরাসরি প্লে স্টোরে পেয়ে যাবেন । তাই আমি অ্যাপ গুলোর ডাউনলোড লিংক আর দিবো না। তো চলুন দেখে নেওয়া যাক সেই ফটো ইডিটর অ্যাপ গুলো।

PixelLab

ফটো ইডিটর অ্যাপ গুলোর মধ্য এই অ্যাপ টি বেস্ট বলে আমি মনে করি। এই অ্যাপ দিয়ে আপনারা ফটো ইডিট, মেমে, কার্ড ইত্যাদি প্রায় সকল রকমের ফটো ইডিট করতে পারবেন। এই অ্যাপ প্লে স্টোরে প্রায় ৫০ মিলিয়ন এর বেশি ডাউনলোড করা হয়েছে। ৪.৪ রেংকিং রয়েছে এর। এই অ্যাপ দিয়ে আপনারা নিখুঁত ভাবে ফটো ইডিট করতে পারবেন। এতে প্রথম থেকেই আপনারা কিছু স্টাইলিস ফ্রন্ট পেয়ে যাবেন এবং সেগুলো দিয়ে খুব সুন্দর ভাবে ফটো ইডিট করতে পারবেন। PixelLab App  টি ডাউনলোড করে নিন।

ডাউনলোড PixelLab অ্যাপ।

Snapseed

Snapseed App

ছবি এডিট করার সফটওয়্যার স্নাপসিড একটা প্রফেশনাল ফ্রী ফটো এডিটিং app যেটা গুগোল ডেভেলপ করেছে। Snapseed হচ্ছে all in one সব ধরণের কাজে ব্যবহিত অ্যাপ।

এই অ্যাপ এর মধ্যে অনেকগুলো এডভান্স লেভেলে ফটো এডিটিং টুলস এবং ফিচারস মজুদ রয়েছে।আপনি বিভিন্ন রকম এক্সপোজার এবং কালার টুল পেয়ে যাবেন যেখানে যেকোনো ছবি কে নিজের মত মডিফাই করে নিতে পারবেন।

এছাড়া স্নাপসিড এ অনেকগুলো ফিল্টার আছে, তার মধ্যে ভিনটেজ স্টাইল,মর্ডান HDR পেয়ে যাবেন। এই ফিল্টার এবং ইফেক্ট এর মাধ্যমে যেকোনো ছবিকে  নতুন লুক দিতে সাহায্য পাবেন।

যাইহোক স্নাপসিড একটা খুব পপুলার মোবাইল অ্যাপ, এটি এখনো পর্যন্ত প্লে স্টোরে 100M বার ডাউনলোড হয়েছে। Snapseed App  টি ডাউনলোড করে নিন।

ডাউনলোড Snapseed অ্যাপ।

Adobe Lightroom

Adobe Lightroom App

ছবি এডিট করার অ্যাপস Adobe photoshop সম্পর্কে আশা করি সবাই শুনেছেন। এটি কম্পিউটারের সব থেকে জনপ্রিয় ফটো এডিটিং সফটওয়্যার। এটি খুবই জনপ্রিয় অ্যাপ যেটি আমাদের অনেকেই ব্যবহার করেন। এটিকে মোবাইলের one of the best ছবি এডিট করার সফটওয়্যার বলা যেতে পারে।

এর কিছু স্পেশাল ফিচারস আছে যেগুলো এই অ্যাপ কে সবার থেকে আলাদা করে।যেমন, অন্ধকরে তোলা ছবিকে খুব সহজে উজ্জ্বল করতে পারেন। অটো মুড দ্বারা যেকোনো পিকচারের রূপ পাল্টে দিতে পারেন।এখানে অনেক গুলো ফিল্টার আছে যার সাহায্যে ছবির লুক,কালার ও স্টাইল পাল্টাতে পড়বেন।

আপনি যদি প্রফেশনাল ইউটিউব thumbnail অথবা ফেসবুকের পোস্ট তৈরি করেন তাহলে মোবাইলে এই অ্যাপের সাহায্যে সেই সব কাজ খুব সহজে করতে পারবেন। তার জন্য আপনি কিছু pre-set ফিল্টার এর সাহায্য নিতে পারেন।

তাছাড়া যদি নিজে মেনুয়ালি এডিট করতে চান তার জন্য এখানে এক্সপোজার,কনট্রাস্ট,লাইট ইত্যাদি বিভিন্ন রকমের ফাংশন ম্যানুয়ালি চেঞ্জ ও নিয়ন্ত্রন করতে পারবেন। Adobe Lightroom App  টি ডাউনলোড করে নিন।

ডাউনলোড Adobe Lightroom অ্যাপ।

PicsArt

PicsArt App

ফ্রেন্ডস এই app সম্পর্কে আর নুতুন করে কিছু বলার নেই আমাদের অনেকেই PicsArt ব্যবহার করছেন।তাছাড়া PicsArt খুব ফেমাস ফটো এডিট করার সফটওয়্যার।

PicsArt এর মধ্যে প্রচুর ফীচার রয়েছে যা আপনি Snapseed এর মধ্যে দেখতে পাবেন যেমন – Change and remove background,অসখ্য filters,frames, backgrounds, double exposures,100+ fonts আরো অনেক অ্যাডভান্স ফীচার লক্ষকরা যাই।

ফেসবুক বা হোয়াটস্যাপ এ যদি স্টোরি বানাতে পছন্দ করেন তাহলে PicsArt থেকে খুব সহজে তৈরী করতে পারবেন। শুধু তাই না পানি tiktok এর মতো app এর জন্য ভিডিও বানাতে পারবেন। এই app টি প্লে স্টোরে ৫০০ মিলিয়ন এর বেশি ডাউনলোড হয়েছে এবং ৪.৩ রেটিং আছে। PicsArt App  টি ডাউনলোড করে নিন।

ডাউনলোড PicsArt অ্যাপ।

Photo editor pro

Photo Editor Pro App

Photo editor pro একটি লাইট ওয়েট অ্যাপ,এই অ্যাপটি InShot Inc কম্পানি ডেভেলপ করেছে। এই অ্যাপসটির মেন বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচুর ফিল্টার দেখতে পাওয়া যায়।তাই একটি তাদের পছন্দ হবে যারা নিজের ছবিতে ফিল্টার,ইফেক্ট ও স্টিকার এইসব বেশি ব্যবহার করেন।

ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যিনারা অনেক পোস্ট করেন তাদের জন্য এই অ্যাপসটি খুবই উপকারী হবে। এখানে আপনি ৬০ এর বেশী ফিল্টার আছে, যার দ্বারা ছবিকে একটা অন্য রূপ দিতে পারবেন।Photo editor pro App  টি ডাউনলোড করে নিন।

ডাউনলোড Photo editor pro অ্যাপ।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন