বর্তমানে জনপ্রিয় সকল এপের ফাইল সাইজ দিনদিন বেড়েই চলেছে। আপনার হাতের স্মার্টফোনটির স্টোরেজ ও মেমোরি ও কম হওয়ায় দরুন ফেসবুক, ইউটিউব এর মতো এপগুলো ব্যবহার অসম্ভব মনে হতে পারে। তবে সকল এন্ড্রয়েড ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এপসমূহের লাইট ভার্সন তৈরি করেছেন ডেভেলপারগণ। লাইট এপসমূহ ব্যবহারে অনেক ধরনের সুবিধা রয়েছে। লাইট এপসমূহের ফাইল সাইজ অনেক কম হয়। যার ফলে ফোনের স্টোরেজ কম দখল করেও ঠিকভাবে চলে এপগুলো। এছাড়াও কম র্যাম ব্যবহার করে চলায়, লাইট এপগুলো সাধারণ এপগুলোর তুলনায় যেকোনো ফোনেই সুন্দরভাবে চলে। লাইট এপসমূহ ব্যবহারে মোবাইল ডাটা সেভ করার পাশাপাশি ফোনের ব্যাটারিও কম খরচ হয়।
চলুন জেনে নেয়া যাক এন্ড্রয়েড এর এমন কিছু গুরুত্বপূর্ণ ও দরকারি লাইট এপ সম্পর্কে।
গুগল ম্যাপস গো
নাভিগেশনে স্মার্টফোন এর ব্যবহার নতুন কিছু নয়। তবে গুগল এর আসল ম্যাপ এপটি কিছুটা রিসোর্স হেভি হওয়ায় সব ধরনের ফোনে এটি স্মুথলি চালানো কষ্টকর হয়ে পড়ে। এর সমাধান হচ্ছে গুগল ম্যাপস এর লাইট সংস্করণ এর ব্যবহার। এপটির সাইজ ২ মেগাবাইট হলেও এপটিতে গুগল ম্যাপস এর সকল গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত রয়েছে। এপটি ব্যবহার করে ডিরেকশন সার্চ করা ও খুঁজে পাওয়ার পাশাপাশি দেখা যাবে রিয়েল-টাইম ট্রাফিক সম্পর্কিত ডেটা।
গুগল ম্যাপস গো ইন্সটল করুন
ফেসবুক লাইট
মোবাইল আছে অথচ ফেসবুক ব্যবহার করেনা এমন মানুষ আমাদের দেশে খুঁজে পাওয়া যাবে খুবই কম। আসল ফেসবুক এপটি ভালোভাবে চালাতে ভালো র্যামের ফোনের প্রয়োজন পড়ে। তবে ফেসবুক লাইট এপটি ব্যবহার করে যেকোনো ডিভাইসেই ফেসবুক ব্যবহার করা যাবে খুব সহজে। সাইজে ২মেগাবাইটের কম হলেও ফেসবুক এর প্রায় সকল ফিচারই উপস্থিত ফেসবুক লাইট এপটিতে। ফেসবুক লাইট ব্যবহার করে ফেসবুক ব্রাউজিং, পোস্টিং, এমনকি চ্যাটিং করাও সম্ভব। এছাড়াও এপটি ব্যবহার করে কম ডেটা খরচ করেও ফেসবুক ব্যবহার করা সম্ভব।
ফেসবুক লাইট ইন্সটল করুন
মেসেঞ্জার লাইট
ফেসবুক এর অন্যতম একটি জনপ্রিয় এপ হলো মেসেঞ্জার। তবে এটির সাইজ কিছুটা বড়ো হওয়ায় সব ফোনে এপটি সুন্দরভাবে চালানো যায় না। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে ব্যবহার করতে পারেন মেসেঞ্জার এর লাইট এপটি। মেসেঞ্জার এর জনপ্রিয় চ্যাটিং সুবিধার পাশাপাশি মেসেঞ্জার লাইট ব্যবহার করে মেসেঞ্জারের এপের মতোই অডিও কল ও ভিডিও কল করাও সম্ভব। এছাড়াও এপটিতে চ্যাটিংয়ে স্টিকার ব্যবহারের সুবিধা রয়েছে।
মেসেঞ্জার লাইট ইন্সটল করুন
ইন্সটাগ্রাম লাইট
ছবি শেয়ারিং এর জনপ্রিয় এপ ইন্সটাগ্রাম এর কথা কমবেশি সবারই জানা। এপটি ফিচারসে ভরপুর হওয়ায় অল্প বাজেট এর ডিভাইসগুলোতে এপটি চালাতে কিছুটা সমস্যায় পড়তে হয়। সেক্ষেত্রে ইন্সটাগ্রাম লাইট এপটি ব্যবহার করা যেতে পারে। ইন্সটাগ্রাম লাইট এপটিতে ইন্সটাগ্রাম এর প্রায় সকল ফিচার, যেমনঃ ছবি বা ভিডিও পোস্টিং, স্টোরি দেখা বা পোস্ট করা, এমনকি চ্যাটিং এর সুবিধাও রয়েছে।
ইন্সটাগ্রাম লাইট ইন্সটল করুন
গ্যালারি গো বাই গুগল
যেকোনো ডিভাইসের জন্য আদর্শ গ্যালারি অ্যাপ হতে পারে গুগল এর গ্যালারি গো এপটি। অন্যান্য গ্যালারি এপ এর মতোই ছবি ও ভিডিও ব্রাউজ করার সুবিধার পাশাপাশি এপটিতে আরো কিছু চমৎকার ফিচার রয়েছে। যেমনঃ এপটিতে রয়েছে রিসাইকেল বিন এর মতো সুবিধা, যেখানে ডিলেট করা ছবিও ৩০দিন পর্যন্ত সংরক্ষিত থাকে। এই সুবিধার ফলে ভুলে ডিলিট হওয়া ছবি বা ভিডিও ফেরত পাওয়া সম্ভব। এছাড়াও এপটির আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার সুবিধা রয়েছে।
গ্যালারি গো ইন্সটল করুন
ফাইলস বাই গুগল
যেকোনো এন্ড্রয়েড স্মার্টফোনে ফাইল ম্যানেজমেন্ট এর জন্য একটি এপ লাগেই। ব্যবহার করতে পারেন ফাইলস বাই গুগল এই এপটি। সাইজে ছোটো হওয়ার পাশাপাশি এপটি ছোটো প্যাকেটে বড় ধামাকার মতোই। ফাইল ম্যানেজমেন্ট এর পাশাপাশি এপটিতে স্টোরেজ ক্লিন করার সুবিধাও রয়েছে। এছাড়াও এই এপটি ব্যবহার করে অন্য এন্ড্রয়েড ফোনের সাথে এপ, মিডিয়া বা যেকোনো ফাইল আদান-প্রদান ও করা যায়। এই এপটিতে সেফ ফোল্ডার নামে একটি ফিচার রয়েছে, যা ব্যবহার করে যেকোনো ফাইল লক করে রাখা যায়।
ফাইলস বাই গুগল ইন্সটল করুন
শেয়ার ইট লাইট
যাদের কাছে অফলাইনে এক ফোন থেকে আরেক ফোনে ফাইল শেয়ারিং খুব জরুরি একটি বিষয়, তাদের নিকট শেয়ারইট অপরিচিত কোনো নাম নয়। তবে শেয়ারইট এপ এর বিরক্তিকর বিজ্ঞাপন ও অতিরিক্ত ফিচার এর ফলে এপটি ব্যবহারের অযোগ্য হয়ে উঠছে। সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন শেয়ারইট লাইট এপটি। সাইজে ছোট হওয়ার পাশাপাশি অপ্রয়োজনীয় কোনো ফিচার থাকছেনা এপটিতে।
শেয়ারইট লাইট ইন্সটল করুন
ইউটিউব গো
ইউটিউব দেখতে ভালোবাসেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। ইউটিউব এপটি যেকোনো ফোনে ভালোভাবে চললেও কিছু বাড়তি সুবিধার জন্য ইউটিউব গো এপটি ব্যবহার করে দেখতে পারেন। মূলত মোবাইল ডাটা ব্যবহারকারীদের জন্য এই লাইট ভার্সনটি বেশি উপোযোগী। এছাড়াও যাদের ফোনের স্টোরেজ কম থাকে তারা ইউটিউব গো এপটি ব্যবহার করতে পারেন।
ইউটিউব গো ইন্সটল করুন
ভায়া ব্রাউজার
অন্য কোনো এপের লাইট ভার্সন না হলেও শুধুমাত্র কার্যকরিতার বিচারে ভায়া ব্রাউজার এপটিকে এই তালিকায় রাখা হয়েছে। ছোট সাইজের এই ব্রাউজার এপটি যেমন দ্রুত, তেমনই ফিচার সমৃদ্ধ। বড় ব্রাউজার এপের কারণে ইন্টারনেট ব্রাউজিংয়ে যাদের ফোনে সমস্যা হয়, তাদের জন্য ভায়া ব্রাউজার একটি আদর্শ সমাধান হতে পারে।
ভায়া ব্রাউজার ইন্সটল করুন
ইন্টারনেট স্পিড মিটার লাইট
আপনার ইন্টারনেট এর রিয়েল-টাইম স্পিড সম্পর্কে জানতে চান? ব্যবহার করতে পারেন ইন্টারনেট স্পিড মিটার লাইট। এপটি ফোনের স্ট্যাটাসবারে ডাটা ট্রান্সফার এর স্পিড প্রদর্শন করে। এছাড়াও দৈনিক ও মাসিক কি পরিমাণ ডাটা ব্যবহৃত হচ্ছে তারও হিসাব রাখে এপটি।