এএমডির প্রসেসর সহ বাজারে হালকা ওজনের নতুন ল্যাপটপ এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান এইচপি। এটি এইচপি এরো ১৩ নামে বাজারে পাওয়া যাবে। এএমডির রাইজেন ৫ ও রাইজেন ৭ সিরিজের প্রসেসরে ল্যাপটপটি পাওয়া যাবে।
এইচপি প্যাভিলিয়ন এরো ১৩ ল্যাপটপে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ১০ দেয়া হয়েছে। তবে চলতি বছর শেষ তা উইন্ডোজ ১১-তে আপগ্রেড করা যাবে। ল্যাপটপটিতে ১৩.৩ ইঞ্চির ডব্লিউইউএক্সজিএ ১৯২০X১২০০ পিক্সেলের আইপিএস ডিসপ্লে রয়েছে। যার ওপরে অ্যান্টি গ্লেয়ার কোটিং রয়েছে। এর সর্বোচ্চ উজ্জ্বলতা ৪০০ নিটস, আসপেক্ট রেশিও ১৬:১০ ও এটি শতভাগ এসআরজিবি সুবিধাযুক্ত।
এএমডি রাইজেন ৫ ৫৬০০ইউ ও রাইজেন ৭ ৫৮০০ইউ এ দুই প্রসেসরে ল্যাপটপটি পাওয়া যাবে। এর সঙ্গে এএমডি র্যাডিওন গ্রাফিক্সও রয়েছে। এতে ৪৫ ওয়াট আওয়ারের লি পলিমার থ্রি সেল ব্যাটারি প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি একবার ফুল চার্জ দিয়ে ল্যাপটপটি সাড়ে ১০ ঘণ্টা ব্যবহার করা যাবে। এর সঙ্গে ৬৫ ওয়াটের ফার্স্ট চার্জিং অ্যাডাপ্টারও রয়েছে।
কানেক্টিভিটির দিক থেকে এ ল্যাপটপে ওয়াইফাই ৬ ও ব্লুটুথ ভার্সন ৫.২ রয়েছে। এর ওজন ৯৭০ গ্রাম। এইচপি জানায়, তারা পোস্ট কনজ্যুমার রিসাইকেলড ও ওশান বাউন্ড প্লাস্টিক দিয়ে এ ল্যাপটপটি তৈরি করেছে। এতে ১৬ জিবি র্যাম ও ইন্টারনাল স্টোরেজ হিসেবে ৫১২ জিবি পিসিআইই এনভিএমই এম.২ এসএসডি রয়েছে।
এইচপি প্যাভিলিয়ন এরো ১৩ ল্যাপটপে একটি সুপারস্পিড ইউএসবি টাইপ সি ১০জিবিএস পোর্ট, দুটি সুপারস্পিড ইউএসবি টাইপ এ ৫জিবিপিএস পোর্ট, একটি এইচডিএমআই ২.০ পোর্ট ও একটি হেডফোন/মাইক্রোফোন কম্বো জ্যাকও রয়েছে। এ ল্যাপটপে ৭২০ পিকেলের এইচডি ওয়েবক্যামের সঙ্গে ইন্টিগ্রেটেড ডুয়াল এরো ডিজিটাল মাইক্রোফোনও দেয়া হয়েছে।