জেনে নিন উইন্ডোজ ১১ আপনার পিসিতে চলবে কিনা

যদিও উইন্ডোজ অপারেটিং সিস্টেমের শেষ ভার্সন হওয়ার কথা ছিল উইন্ডোজ ১০। কিন্তু সময়ের সাথে অনেক কিছুই বদলে যায়। মাইক্রোসফট এবং কোম্পানিটির সাথে সংশ্লিষ্ট ব্যাপারে খোঁজ রাখলে এতক্ষণে নিশ্চয়ই এর মানে উপলব্ধি করতে পারছেন। তো, গত ২৪ জুন উইন্ডোজ ১১ প্রকাশ করেছে মাইক্রোসফট।

নতুন নতুন ফিচার নিয়ে এলেও সেই সাথে এসেছে নতুন সিস্টেম রিকোয়্যারমেন্ট। অর্থাৎ, এখন আপনাকে আগে দেখতে হবে যে উইন্ডোজ ১১ আপনার কম্পিউটারে চলবে কিনা। আপনার পিসি উইন্ডোজ ১১ এর জন্য প্রস্তুত কি না তা জানার জন্যই এই পোস্ট। এটা পরীক্ষা করার জন্য মাইক্রোসফটের ছোট্ট একটি টুল রয়েছে যার মাধ্যমে সহজেই এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে।

প্রথমেই জেনে নেওয়া যাক উইন্ডোজ ১১ এর বেসিক সিস্টেম কি কি থাকা প্রয়োজন। এক্ষেত্রে কমপক্ষে চার গিগাবাইট র‍্যাম, ৬৪ গিগাবাইট সিস্টেম ড্রাইভ স্টোরেজ (সহজভাবে বললে সি ড্রাইভ), এবং ১ গিগাহার্টজ বা তার বেশি দুই বা ততোধিক কোর বিশিষ্ট ৬৪ বিট প্রসেসর দরকার হবে। এছাড়া টিপিএম ২ সিস্টেম ফার্মওয়্যারও দরকার হবে। তবে আপনার এত কিছু নিয়ে ভাবতে হবেনা, পোস্টটি পড়তে থাকুন।

আপনার পিসি যদি গত তিন বা চার বছরের মধ্যে কিনে থাকেন, তাহলে আশা করা যায় এতে উইন্ডোজ ১১ চলবে। তবে এটা নিশ্চিত হতে হলে ছোট্ট একটি টেস্ট করে নিতে পারেন। এজন্য মাইক্রোসফট রিলিজ করেছে নতুন ছোট্ট একটি সফটওয়্যার যার নাম উইন্ডোজ পিসি হেলথ চেক। এখান থেকে এপটি ডাউনলোড করে নিন। এজন্য একটি উইন্ডোজ ১০ চালিত পিসি থেকে লিংকটি ভিজিট করতে হবে।

উপরের লিংক থেকে পিসি হেলথ চেক এপ ডাউনলোড করা হলে সেটি আপনার উইন্ডোজ পিসিতে ইনস্টল করুন। ইনস্টল করার শেষ পর্যায়ে স্ক্রিনে দুটি অপশন আসবে। সেগুলোর মধ্য থেকে “ওপেন উইন্ডোজ পিসি হেলথ চেক” এ টিক দিয়ে “ফিনিশ” বাটনে চাপ দিন।

pc-health-check-app-1

এরপর এপটি আপনার পিসিতে চালু হবে। নিচের স্ক্রিনশটের মত একটি উইন্ডো দেখতে পাবেন।

pc health check app-2

সেখানে শুরুতেই Check Now বাটন থাকবে। উইন্ডোজ ১১ এর একটি ব্যানারও দেখা যাবে। Check Now বাটনে ক্লিক করুন। আপনার পিসি যদি উইন্ডোজ ১১ চলার জন্য প্রস্তুত থাকে তাহলে এটি আপনাকে তখন তা জানিয়ে দেবে। সেক্ষেত্রে নিচের স্ক্রিনশটের মতো দেখতে পাবেন।

this pc can run windows-11

আর যদি আপনার পিসি উইন্ডোজ ১১ চলার জন্য উপযোগী না হয়ে থাকে তাহলে তাও জানিয়ে দেওয়া হব

this pc cannot run windows 11

এবং কিছু কিছু ক্ষেত্রে সম্ভাব্য কারণও বলে দেওয়া হবে যে কেনো আপনার পিসিটি উইন্ডোজ ১১ ভার্সনে চালাতে পারবেন না।

উইন্ডোজ ১১ ফ্রি আপগ্রেড হবে। আপনার যদি ইতোমধ্যে জেনুইন উইন্ডোজ ১০ থেকে থাকে তাহলে উইন্ডোজ ১১ মুক্তি পেলে আপনি (সাপোর্টেড পিসিতে) উইন্ডোজ ১১ আপডেট ফ্রি’তে ব্যবহার করতে পারবেন। উইন্ডোজ ১১ এর চূড়ান্ত সংস্করণ মুক্তি পাবে এই বছরের শেষ দিকে।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন